প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষা সচিব গোয়ার মুরমুগাঁও বন্দর থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দু’ দিনের জাতীয়স্তরের দূষণ মোকাবিলা মহড়ার উদ্বোধন করেছেন

Posted On: 19 APR 2022 3:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল, ২০২২

 

প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার আজ গোয়ার মুরমুগাঁও বন্দর থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পরিচালিত দু’ দিনের জাতীয়স্তরের দূষণ মোকাবিলা মহড়া ‘এনএটিপিওএলআরইএক্স-VIII’-এর অষ্টম সংস্করণের উদ্বোধন করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব ডঃ এম রবিচন্দ্রন, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহানির্দেশক শ্রী ভি এস পাঠানিয়া, দক্ষিণ এশীয় সহযোগী পরিবেশ কর্মসূচির ডিজি ডঃ মোঃ মাসুমুর রহমান এবং বিভিন্ন দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। অনুষ্ঠানে ২২টি বন্ধুত্বপূর্ণ দেশ ও আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সহ ২৯ জন পর্যবেক্ষক, ৫০টি সংস্থা থেকে ৮৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। ‘এনএটিপিওএলআরইএক্স-VIII’-এর মূল উদ্দেশ্য হল উপকূলীয় এলাকায় বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া ত্বরান্বিত করা। দক্ষিণ এশীয় সহযোগী পরিবেশ কর্মসূচির আওতায় জাতীয় ও আঞ্চলিক স্তরে ন্যাশনাল অয়েল স্পিল ডিজাস্টার কন্টিজেন্সি প্ল্যান (এনওএসডিসিপি) –এর মধ্যে থাকা পদ্ধতি ও নির্দেশিকাগুলিকে কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহড়া চলাকালীন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ১৩টি জাহাজ ও ১০টি বিমান, ভারতীয় বায়ু সেনার সি-১৩১ বিমান এবং দক্ষিণ এশীয় সহযোগী পরিবেশ কর্মসূচির আওতাভুক্ত সদস্য দেশ হিসেবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুটি জাহাজ, ওএনজিসি-র একটি অফশোর সাপ্লাই ভেসেল উপকূল অঞ্চলে জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার ফলে দূষণ মোকাবিলা, উদ্ধার কাজ চালানো, আগুন নেভানো সহ একাধিক বিষয়ে মহড়া চালায়। উল্লেখ্য, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী উপকূল অঞ্চলে জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়া রুখতে একটি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সদস্য দেশগুলি সহ ১৮টি দেশের ৪৫ জন অংশগ্রহণকারীদের নিয়ে চেন্নাইতে ১৮ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ পর্ব চলবে।

 

CG/SS/SKD/



(Release ID: 1818115) Visitor Counter : 139