যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

মঙ্গোলিয়ায় সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩০ জন কুস্তিগীরের অংশগ্রহণের জন্য সাই ১ কোটি ২৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে

Posted On: 18 APR 2022 5:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২২
 
টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী অংশু মালিক মঙ্গোলিয়ায় সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো ফলের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আগামীকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। ভারতীয় কুস্তিগীরদের কাছে এ বছরের শেষ নাগাদ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ভালো ফলের নিরিখে এই প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হতে চলা সিনিয়র পর্যায়ের এই প্রতিযোগিতায় ফ্রি-স্টাইল এবং গ্রেকো-রোমান বিভাগে ভারতীয় পুরুষ দলে ২০ জন কুস্তিগীর রয়েছেন। এছাড়াও, মহিলা বিভাগে ১০ জন কুস্তিগীর প্রতিযোগিতায় অংশ নেবেন।
 
স্পোর্টর্স অথরিটি অফ ইন্ডিয়া বা সাই সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণের জন্য ১ কোটি ২৮ লক্ষ টাকা মঞ্জুর করেছে। চলতি বছরের শেষ দিকে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের আগে মহাদেশীয় পর্যায়ের এই প্রতিযোগিতা প্রস্তুতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। টোকিও অলিম্পিকে পদক জয়ী রবি দহিয়া এবং বজরং পুনিয়াও প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।
 
“এর আগে আমি একাধিক আন্তর্জাতিক পর্যায়ের শিবিরে অংশ নিয়েছি এবং লক্ষ্ণৌতে সাই-এর জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিশ্বমানের যে সমস্ত সুবিধা রয়েছে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট” বলে জানিয়েছেন কুস্তিগীর অংশু মালিক। তিনি এজন্য ভারতীয় কুস্তি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ বছরের শেষ দিকে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের আগে এ ধরনের প্রস্তুতি শিবির আয়োজন নিঃসন্দেহে সাই-এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 
প্রতিভাবান কুস্তিগীর অংশু লক্ষ্ণৌ-এর শিবির সম্পর্কে আরও বলেছেন, “আমি এবং আমার সতীর্থরা মঙ্গোলিয়ায় এই প্রতিযোগিতায় ভালো ফলের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।”
 
উল্লেখ করা যেতে পারে, সিনিয়র পর্যায়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় মহিলা কুস্তিগীররা লক্ষ্ণৌ-এর প্রশিক্ষণ কেন্দ্রেই অনুশীলনে মগ্ন ছিলেন। অন্যদিকে, ভারতীয় পুরুষ কুস্তিগীররা হরিয়ানার সোনেপত-এ সাই-এর আঞ্চলিক কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছিলেন।
 
সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ভারতীয় দল নিম্নরূপ : 
 
পুরুষ দলের সদস্যরা :
 
ফ্রি-স্টাইল বিভাগ : রবি দহিয়া, মঙ্গল কাদিয়ান, বজরং পুনিয়া, নবীন, যশ, গৌরব বলিয়ান, দীপক পুনিয়া, ভিকি, সত্যবর্ত কাদিয়ান, অনিরুদ্ধ কুমার।
 
গ্রেকো-রোমান বিভাগ : অর্জুন হালাকুরকি, জ্ঞানেন্দর, নীরজ, সচিন শেরাওয়াত, বিকাশ, সজন, হরপ্রীত সিং, সুনীল কুমার, রবি, প্রেম।
 
মহিলা দলের সদস্যরা : 
 
মণীষা, স্বাতী সিন্ধে, সুষমা শোকিন, অংশু মালিক, সরিতা মোর, মণীষা, রাধিকা, সোনিকা হুডা, নিক্কি, সুদেশ।
 
 
CG/BD/DM/

(Release ID: 1817907) Visitor Counter : 148