তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রসার ভারতীর আর্কাইভ প্রধানমন্ত্রী সংগ্রহালয়কে জীবন্ত করে তুলেছে

Posted On: 16 APR 2022 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৬ এপ্রিল, ২০২২
 
যে সমস্ত মহান জাতীয় কর্মকান্ডে অবদান রাখা সর্বদাই সম্মানের বিষয়, তা প্রসার ভারতীর আর্কাইভ বা মহাফেজখানা আরও একবার করে দেখিয়েছে। ভারতীয় সংবিধানের মূলস্থপতি ডঃ বি আর আম্বেদকরের ১৩১তম জন্ম বার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১৪ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রীদের নিয়ে যে সংগ্রাহলয় উদ্বোধন করেন, সেখানেও প্রসার ভারতীর অবদান অনস্বীকার্য। দেশের সমস্ত প্রধানমন্ত্রীর অবদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই সংগ্রাহলয়টি জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। 
 
প্রসার ভারতীর আর্কাইভে ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু দুর্লভ সম্পদ সঞ্চিত রয়েছে, যেখানে প্রায় ২০৬ ঘন্টার অডিও এবং ৫৩ ঘন্টার ভিডিও কনটেন্ট সংরক্ষণ করে রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে, সংবিধান সভার সম্বোধন, প্রথম স্বাধীনতার দিন জাতির উদ্দেশে সম্প্রচার, শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রথম আনবিক রিয়েক্টরের সূচনা এবং আনবিক শক্তি সংস্থার প্রতিষ্ঠা, জরুরী অবস্থা ঘোষণা, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ, জোট নিরপেক্ষ সম্মেলনে ভাষণ, দিল্লি মেট্রোর উদ্বোধন এবং আরও অনেক কিছু। এই অমূল্য রেকর্ডিংগুলি গণসম্প্রচারক সংস্থা প্রসার ভারতীর কাছে ১৯৪০ থেকে সুরক্ষিত আছে। বৃহত্তর জনস্বার্থেই প্রসার ভারতীর এই উদ্যোগ। 
 
দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে গড়ে তোলা সংগ্রহালয়টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ জ্ঞান ভান্ডার হয়ে উঠবে। এই সংগ্রহালয়ে ভারতের সব প্রধানমন্ত্রীর জীবন-কর্ম ও অবদান তুলে ধরা হয়েছে। ১০ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে গড়ে তোলা এই সংগ্রহালয়ে সব প্রধানমন্ত্রীর দুর্লভ কিছু আলোকচিত্র, ভাষণ, ভিডিও ক্লিপ, সংবাদপত্রের ক্লিপিং, সাক্ষাৎকার এবং প্রধানমন্ত্রীদের নিজস্ব লেখনি যথাযথ ভাবে সংরক্ষণ করা  হয়েছে। এছাড়াও এই সংগ্রহালয়ে ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি এবং ইনটারেক্টিভ স্কিনের মত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এরফলে, সংগ্রহালয়ে আগত দর্শক-শ্রোতারা সহজেই ভার্চুয়াল পদ্ধতিতে প্রতিটি বিষয়বস্তুর সঙ্গে নিজেদের সম্পর্ক গড়ে তুলতে পারবেন। 
 
প্রসার ভারতীর আর্কাইভ ইউটিউভ চ্যানেলে আরও অনেক দুর্লভ ও ঐতিহাসিক বিষয়বস্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1817356) Visitor Counter : 176