বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সরকার দেশের সবচেয়ে বড় ক্যুইজ প্রতিযোগিতা ‘সবকা বিকাশ মহাক্যুইজ’ – এর সূচনা করেছে

Posted On: 14 APR 2022 2:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সরকার একটি আত্মনির্ভর ভারত গঠন করতে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিসওয়াস, সবকা প্রয়াস’ – এর আদর্শ পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে দেশের সকল নাগরিকের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ করে চলেছে। পিএম আবাস যোজনা, জল জীবন মিশন, জন ধন যোজনা, পিএম-কিষাণ, উজ্জ্বলা যোজনা দরিদ্রদের জীবনযাত্রায় প্রভূত উন্নতিসাধন করেছে।
 
দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অঙ্গ হিসাবে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে সরকার। পাশাপাশি, অংশগ্রহণমূলক শাসন ও প্রকল্প এবং কর্মসূচি রূপায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনছে। সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছে সব ধরনের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গ হিসাবে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ‘সবকা বিকাশ মহাক্যুইজ সিরিজ’ – এর আয়োজন করেছে। এই ক্যুইজের মূল লক্ষ্যই হ’ল সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ এবং কিভাবে উপভোক্তাদের এই সুবিধা মিলবে, সে বিষয়ে সকলকে আরও সংবেদনশীল করে তোলা। ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীতে শুরু হওয়া এই ক্যুইজ প্রতিযোগিতা চলবে ১৫ দিন ধরে । এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সকল ভারতীয়কে এই ‘বিকাশ পর্ব’ – এ অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, এই মহাক্যুইজ আয়োজনের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও গভীর হবে।
 
সবকা বিকাশ মহাক্যুইজ সিরিজের অঙ্গ হিসাবে আজ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উপর প্রথম ক্যুইজ প্রতিযোগিতার সূচনা করা হয়। এখানে ৩০০ সেকেন্ডের মধ্যে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলা সহ ১২টি ভাষায় প্রশ্ন রয়েছে। পুরস্কার বিজয়ীদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। ক্যুইজে অংশ নিতে হলে ক্লিক করুন এই লিঙ্কে - http://mygov.in/mahaquiz.
 
CG/SS/SB


(Release ID: 1816886) Visitor Counter : 127