বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নদী বাঁধ তীরবর্তী সেনসর ভিত্তিক সেচ ব্যবস্থা ব্যবহারে জলের অপচয় রক্ষা পাবে এবং কৃষকদের আয় বৃদ্ধি করবে

Posted On: 13 APR 2022 2:34PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৩ এপ্রিল,  ২০২২
 
নদী বাঁধ তীরবর্তী সেনসর ভিত্তিক সেচ ব্যবস্থা ব্যবহারে জলের অপচয় রক্ষা পাবে এবং কৃষকদের আয় বৃদ্ধি করবে । গোয়ার করতালিমে নাভেলিন ও নাওটা হ্রদের কাছে সাল নদীতে ওয়েব/মোবাইল অ্যাপ ইনস্টল করার মাধ্যমে একটি সেনসর ভিত্তিক সেচ ব্যবস্থা ব্যবহার করে জলের অপচয় রোধ করা সম্ভব হয়েছে ।এমনকি দূর থেকেই কৃষকদের সেচের কাজ নিরীক্ষণের কাজ সহজ হয়ে উঠেছে । আর্দ্রতার স্তরের ওপর ভিত্তি করে এই সেনসর কাজ করবে । জলের মোটরটি কেবলমাত্র তখনই চালু হবে যখন জলের প্রকৃত প্রয়োজন হবে । আর্দ্রতার স্তর সর্বাধিক পর্যায়ে পৌঁছে গেলে এটি জল সরবরাহ বন্ধ করে দেবে । এতে জলের অপচয় রোধ করবে এবং মাটির গুণমান বজায় রাখবে । কৃষকদের পরিশ্রম হ্রাস পবে পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন তারা । গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সহযোগিতায় দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট এই সেচ ব্যবস্থাপনার চালু করেছে । এই কাজে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর সাহায্য করেছে । নদীর বাঁধ তীরবর্তী এই সেনসর নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা কৃষকদের কাছে বিশুদ্ধ জল পৌঁছে দিচ্ছে । আপাতত এই প্রকল্পটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে । এর জন্য কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয় ।  
 
CG/SS/RAB

(Release ID: 1816698) Visitor Counter : 242


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu