অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

সমস্যার সম্মুখীন হওয়া যাত্রীদের সুবিধার্থে ১৪টি বিমানবন্দরকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাম্বুলিফট পরিষেবার মাধ্যমে সাজিয়ে তুলেছে

Posted On: 13 APR 2022 2:24PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৩ এপ্রিল,  ২০২২
 
কেন্দ্রীয় সরকারের সুগম্য ভারত অভিযানের আওতায় ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া যাত্রীদের সুবিধার্থে ১৪টি বিমানবন্দরকে অ্যাম্বুলিট পরিষেবার মাধ্যমে সাজিয়ে তুলেছে । হুইলচেয়ারে থাকা যাত্রী, দিব্যাঙ্গ যাত্রী, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া যাত্রীদের সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হয়েছে । এই অ্যাম্বুলিটগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশীয়ভাবে তৈরি করা হয়েছে । বর্তমানে দেরাদুন, গোরক্ষপুর, পাটনা, বাগডোগরা, দ্বারভাঙা, ইম্ফল, বিজয়ওয়ারা, পোর্টব্লেয়ার, যোধপুর, বেলগাঁও, শিলচর, ঝারসুগুদা, রাজকোট ও হুবলি – ১৪টি বিমানবন্দরে এই পরিষেবা চালু করা হয়েছে । চলতি মাসের শেষের দিকে লেহ্, জামনগর, ভুজ, কানপুর, ডিমাপুর এবং জোরহাট এই ৬টি বিমানবন্দরে এই ধরণের পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে । অ্যাম্বুলিটগুলিতে এক একবারে একজন পরিচারক সহ ৬টি হুইলচেয়ার এবং ২টি স্ট্রেচার বহন করা যাবে । এখানে এয়ার-কন্ডিশনিং ব্যবস্থাও রয়েছে । যেসব বিমানবন্দরে অ্যারোব্রীজের সুবিধা নেই, সেখানে দিব্যাঙ্গ যাত্রীদের সাহায্যার্থে এই পরিষেবা চালু থাকবে । কেন্দ্রীয় সরকার বিমানবন্দর, রেলস্টেশন এবং গণপরিবহন ব্যবস্থাপনায় সুগম্য ভারত অভিযানের দৃষ্টিভঙ্গি কার্যকর করার জন্য কাজ করে চলেছে । এরই অঙ্গ হিসেবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত এই ১৪টি বিমানবন্দরে অ্যাম্বুলিটের ব্যবস্থা চালু করেছে ।
 
CG/SS/RAB

(Release ID: 1816697) Visitor Counter : 188