বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আমদানি করা কয়লা ভিত্তিক প্ল্যান্ট পরিচালনার বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 13 APR 2022 2:03PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৩ এপ্রিল,  ২০২২
 
রাজ্য বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলির কয়লা পরিবহণের ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের সমস্যা এড়াতে কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং জানিয়েছেন, এতে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলিকে নিকটবর্তী খনির কয়লার সর্বোত্তম ব্যবহারে সাহায্য করবে । গতকাল তিনি আমদানি করা কয়লা ভিত্তিক প্ল্যান্ট পরিচালনার বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার প্রতিনিধি, রাজ্যের প্রধান সচিব এবং মন্ত্রকের অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিল । বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্টের কাজ খতিয়ে দেখেন ।  
 
CG/SS/RAB


(Release ID: 1816696) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi , Tamil