মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
ভারত ও সিঙ্গাপুর অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার নিয়ে পূর্ব এশিয়া সামিট কর্মশিবির আয়োজন করেছে
Posted On:
13 APR 2022 10:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় মৎস্য চাষ, গবাদি পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের মৎস্য চাষ দপ্তর সিঙ্গাপুর ফুড এজেন্সির সঙ্গে যৌথভাবে মঙ্গলবার অবৈধ, অঘোষিত এবং অনিয়ন্ত্রিত মৎস্য শিকার নিয়ে পূর্ব এশিয়া সামিট কর্মশিবিরের আয়োজন করে। ভার্চুয়াল পদ্ধতিতে এই কর্মশিবিরের আয়োজন করা হয়। শিবিরে মৎস্য চাষ দপ্তরের সচিব শ্রী যতীন্দ্রনাথ সোয়াইন মূল ভাষণ দেন। এই শিবিরে পূর্ব এশিয়া সামিট গোষ্ঠীভুক্ত ৮টি দেশ, জ্ঞান ভিত্তিক অংশীদার হিসেবে ৪টি দেশ, কেন্দ্রীয় মৎস্য চাষ দপ্তরের আধিকারিকরা ছাড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
শিবিরে প্রারম্ভিক ভাষণে শ্রী সোয়াইন অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রণ মৎস্য শিকার প্রতিরোধে আশু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অবৈধভাবে মৎস্য শিকার রোধে ভারতের গৃহীত বেশ কয়েকটি উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
শিবিরের প্রারম্ভিক অধিবেশনে মৎস্য চাষ দপ্তরের যুগ্ম সচিব ডঃ জে বালাজি অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব পক্ষকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার উপকূল এলাকায় বসবাসকারী মৎস্যজীবি সম্প্রদায়ের জীবনজীবিকা ও খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলেছে। শিবিরে বিশেষজ্ঞদের নিয়ে প্রথম অধিবেশনে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে মৎস্য শিকার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। শিবিরে জ্ঞান ভিত্তিক অংশীদার হিসেবে যোগদানকারী বিভিন্ন পক্ষ যেমন - বে অফ বেঙ্গল প্রোগ্রাম ইন্টার-গভর্মেন্টাল অর্গানাইজেশন, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্স অর্গানাইজেশন, সাউথ ইস্ট এশিয়ান ফিসারিজ ডেভলপমেন্ট সেন্টার এবং রাষ্ট্রসঙ্ঘের খাদ্য ও কৃষি সংগঠন অবৈধ এবং অনিয়ন্ত্রিত মৎস্য শিকার রোধে আঞ্চলিক পর্যায়ে যেসমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার কথা উল্লেখ করে। শিবিরে এধরণের দ্বিতীয় সভায় অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধিরা জাতীয়স্তরে বিভিন্ন সাফল্যের কথা ভাগ করে নেন। একইসঙ্গে তারা অবৈধ ও অনিয়ন্ত্রণিত মৎস্য শিকার প্রতিরোধে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত জানান।
সভার আলোচনা শেষে ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী গীতিকা শ্রীবাস্তব।
CG/BD/SKD/
(Release ID: 1816303)
Visitor Counter : 159