কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্যাপটিভ কয়লা খনিগুলি থেকে উৎপাদন প্রক্রিয়া পর্যালোচনা করেছে কয়লা মন্ত্রক

Posted On: 12 APR 2022 12:23PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ এপ্রিল, ২০২২

 

কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের মনোনিত কর্তৃপক্ষ ক্যাপটিভ কয়লা খনিগুলির বন্টনকারীদের সঙ্গে কয়লা উৎপাদন প্রক্রিয়া পর্যালোচনা করেছে। এই খনিগুলি থেকে ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়েছে অথবা ২০২২-২৩-এ উৎপাদন শুরু হতে চলেছে। বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রকের সচিব শ্রী অনীল কুমার জৈন। ২০২১-২২-এ ক্যাপটিভ কয়লা খনিগুলি থেকে কয়লা উত্তোলনের পরিমাণ ছিল ৮৫ মিলিয়ন টন, যা ২০২০-২১-এ ৬৩ মিলিয়ন টনের তুলনায় ৩৫ শতাংশ বেশি। দেশীয় বাজারে কয়লার এই অতিরিক্ত উৎপাদন চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক দূর করতে সাহায্য করেছে। 

দেশে ক্যাপটিভ খনিগুলি থেকে কয়লা উৎপাদন বাড়াতে মন্ত্রক ধারাবাহিক ভাবে পদক্ষেপ গ্রহণ করে আসছে। এই লক্ষ্যে কয়লা ক্ষেত্র সম্পর্কিত আইন ও বিধি-নিষেধগুলি সংশোধন করা হয়েছে। রাজ্য সরকারগুলির সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করা হচ্ছে। সেই সঙ্গে চালু না হওয়া খনিগুলি থেকে দ্রুত উত্তোলন প্রক্রিয়া শুরু করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রকের এই উদ্যোগের ফলে ইতিবাচক পরিনাম পাওয়া গেছে। 

বর্তমানে মন্ত্রকের মনোনিত কর্তৃপক্ষ ২০১৫-র সিএমএসপি আইন ২০১৫ অনুযায়ী ১০৫টি কয়লা ব্লক বন্টন করেছে। ইতিমধ্যেই ৪৭টি কয়লা ব্লকে উৎপাদন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে এধরণের ৬০টি কয়লা খনি থেকে উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে, কয়লা উৎপাদন বেড়ে প্রায় ২৩০ মিলিয়ন টনে পৌঁছোবে। পক্ষান্তরে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কয়লা আমদানি হ্রাস পাবে এবং বিদেশী মুদ্রার সঞ্চয় বাড়বে। বৈঠকে মন্ত্রকের সচিব ডঃ জৈন বলেন যে, বন্টন হওয়া কয়লা খনিগুলি থেকে উৎপাদন বাড়ানোর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। একদিকে যখন আমদানিকৃত কয়লার দাম বাড়ছে, তখন দেশীয় কয়লা উৎপাদন বৃদ্ধি পেলে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে। 

 

CG/BD/AS/



(Release ID: 1816101) Visitor Counter : 149