সংস্কৃতিমন্ত্রক
"অমৃত সমাগম"- আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীদের সম্মেলন ১২ এবং ১৩ এপ্রিল, ২০২২ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে
Posted On:
11 APR 2022 4:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২
সম্মেলনের মূল বিষয় সমূহ-
* এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ।
* "অমৃত সমাগম" সম্মেলনের বিভিন্ন ক্ষেত্রে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি, সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বিদেশ প্রতিমন্ত্রী শ্রীমতি মিনাক্ষি লেখি এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।
* আলোচনার বিষয় গুলির মধ্যে রয়েছে যুগান্তকারী আজাদী কা অমৃত মহোৎসবে জনসাধারনের অংশগ্রহণ। যেমন, হর ঘর ঝান্ডা, আন্তর্জাতিক যোগ দিবস, ডিজিটাল জেলা ভান্ডার, স্বতন্ত্র স্বর এবং মেরা গাও মেরি ধারোহর।
আজাদী কা অমৃত মহোৎসব সূচনার পর প্রথম বছর শেষ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক ১২ এবং ১৩ এপ্রিল, ২০২২, দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে।
আজাদী কা অমৃত মহোৎসবের অগ্রগতি, বিশেষ করে গুরুত্বপূর্ণ উদ্যোগ গুলি সম্পর্কে আলোকপাত করা হবে।
এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। উদ্বোধনী ভাষণ দেবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি। অধিবেশন গুলিতে উপস্থাপনা করবেন তিন প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, শ্রীমতি মিনাক্ষি লেখি এবং শ্রী অজয় ভাট।
সম্মেলনে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আজাদী কা অমৃত মহোৎসব হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি ফ্লাগশিপ উদ্যোগ, যা ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে চালু করা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা আন্দোলনের দেশপ্রেমিকদের স্মরণ করা। মুক্তিযোদ্ধাদের অবদান কে তুলে ধরা। এছাড়া, ভারত@ ২০৪৭-এর জন্য একটি ভিশন তৈরি করা।
CG/SB
(Release ID: 1815813)