স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৫ কোটি ৭০ লক্ষ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ২ কোটি ২১ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ১৩২
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৩ শতাংশ

Posted On: 10 APR 2022 9:59AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২২


দেশে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৫ কোটি ৭০ লক্ষ ৭১ হাজার ৬৫৫১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ২ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৫০৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৪,০৯৪

দ্বিতীয় ডোজ

,০০,০৫,০৫২

প্রিকশন ডোজ

৪৫,৩৫,৮৩১

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১৩,৯১৮

দ্বিতীয় ডোজ

,৭৫,২০,৫৭৪

প্রিকশন ডোজ

৭০,১১,০০০

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,২১,৯৭,৫০৭

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৭৬,৪০,৯২৭

দ্বিতীয় ডোজ

,৯৫,৬৮,৩৫৪

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৫০,৪১,৭৪৬

দ্বিতীয় ডোজ

৪৭,০০,৮৮,৫২৪

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৮,১৯,৬৭২

দ্বিতীয় ডোজ

১৮,৬২,৫২,৮৬৮

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৭,৯১,০৩৫

দ্বিতীয় ডোজ

১১,৬০,১২,৬৫৫

প্রিকশন ডোজ

,২৭,৬৭,৮৯৮

প্রিকশন ডোজ

,৪৩,১৪,৭২৯

মোট

,৮৫,৭০,৭১,৬৫৫

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে আজ দাঁড়িয়েছে ১১ হাজার ১৩২, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৮ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ২ হাজার ৪৫৪

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৪

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১৮ হাজার ৩৪৫টি কোভিড নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৯ কোটি ৩৪ লক্ষ ৪৭ হাজার ৭৪০

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৩ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৫ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1815454) Visitor Counter : 114