আদিবাসীবিষয়কমন্ত্রক
জাতীয় স্তরে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে একটি সংগ্রহালয় গড়ে তোলার কাজে গতি আনতে ভোপালে দু-দিনের কর্মশিবির
Posted On:
10 APR 2022 10:25AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক এবং গুজরাটের আদিবাসী উন্নয়ন দপ্তরের ডেভলপমেন্ট সাপোর্ট এজেন্সির পক্ষ থেকে মধ্যপ্রদেশের ভোপালে গত ৭ ও ৮ই এপ্রিল দু-দিনের একটি কর্মশিবিরের আয়োজন করা হয়। এই কর্মশিবিরে আদিবাসী ইতিহাসের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ও গবেষক, নৃতত্ত্ববিদ, চলচ্চিত্র নির্মাতা, কিউরেটর তথা সংগ্রহালয় গড়ে তোলার কাজে যুক্ত বিশেষজ্ঞ ও শিল্পীরা যোগ দেন। যে সমস্ত রাজ্যে আদিবাসী সংগ্রহালয় গড়ে তোলা হচ্ছে, সেখানকার আদিবাসী গবেষণার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির নির্দেশক ও প্রতিনিধিরা জাতীয় স্তরে এই ধরণের সংগ্রহালয় গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ করা যেতে পারে, ২০১৬-র ১৫ই আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা আন্দোলনে পরিচিত নন এমন আদিবাসী বীর যোদ্ধাদের অবদানকে যথার্থ স্বীকৃতি জানাতে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে সংগ্রহালয় গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। সেই অনুসারে আদিবাসী বিষয়ক মন্ত্রক গুজরাট, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, চন্ডীগড়, কেরালা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, মিজোরাম ও গোয়ায় এধরণের সংগ্রহালয় গড়ে তোলার বিষয়ে অনুমতি দেয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী গত বছরের ১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবসে ঝাড়খন্ডে ভগবান বীরসা মুন্ডা নামাঙ্কিত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সংগ্রহালয়টি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। নর্মদা জেলার গুরুদেশ্বরে জাতীয় স্তরের সংগ্রহালয়টি গড়ে তোলা হচ্ছে। যেখানে ১৬টি গুরুত্বপূর্ণ গ্যালারি থাকছে। এই গ্যালারিগুলিতে সারা দেশে আদিবাসী স্বাধীনতা সংগ্রামের নানা নিদর্শন জনসমক্ষে তুলে ধরা হবে। বর্তমানে যেখানে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সংগ্রহালয়টি গড়ে উঠছে।
২০১৭ থেকে জাতীয় স্তরের কমিটির ১৩টি অনুষ্ঠিত হয়েছে। এই কমিটি আদিবাসী সংগ্রহালয় গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে একাধিক সুপারিশ করে। কমিটির সর্বশেষ বৈঠক গুরুদেশ্বরে আয়োজিত হয়, যেখানে আদিবাসী বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রকের সচিব সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা সংগ্রহালয়টি গড়ে তোলার ব্যাপারে একাধিক সুপারিশ করেন। জাতীয় স্তরের এই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই ভোপালে দু-দিনের কর্মশিবিরের আয়োজন করা হয়।
এই কর্মশিবিরে আদিবাসী বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ নাভালজিত কাপুর সারা দেশে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ১০টি সংগ্রহালয় গড়ে তোলার বিস্তারিত বিবরণী পেশ করেন। তিনি বলেন, জাতীয় স্তরের কমিটির প্রস্তাবের ভিত্তিতে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতায় এই সংগ্রহালয়গুলি গড়ে তোলা হবে। শিবিরে গুজরাটের মুখ্য সচিব শ্রী মুরলি কৃষ্ণ এবং মধ্যপ্রদেশের মুখ্য সচিব শ্রীমতী পল্লবী জৈন নিজ নিজ রাজ্যে এধরণের সংগ্রহালয় গড়ে তোলা সম্পর্কে তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন।
CG/BD/AS/
(Release ID: 1815452)
Visitor Counter : 270