স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের মোট সংখ্যা ১৮৫ কোটি ২০ লক্ষ ডোজ ছাড়িয়েছে
১২ থেকে ১৪ বছর বয়সসীমায় ২ কোটি ৪ লক্ষ ডোজেরও বেশি টিকা দেওয়া হয়েছে
দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১,৬৩৯
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩
সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক সংক্রমণের হার ০.২২ শতাংশ
Posted On:
07 APR 2022 9:27AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ এপ্রিল, ২০২২
আজ সকাল সাতটা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী রিপোর্ট অনুযায়ী, ভারতে কোভিড-১৯ টিকাকরণের মোট সংখ্যা ১৮৫ কোটি ২০ লক্ষ (১,৮৫,২০,৭২,৪৬৯) ডোজ ছাড়িয়েছে। এজন্য লেগেছে মোট ২,২৩,২০,৪৭৮টি সেশন।
১২ থেকে ১৪ বছর বয়সসীমায় কোভিড টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ই মার্চ থেকে। এপর্যন্ত ২ কোটি ৪ লক্ষেরও বেশি (২,০৪,৪০,২৪৭) কিশোর-কিশোরীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০৩,৯৫১
|
দ্বিতীয় ডোজ
|
১,০০,০৩,৩৭৫
|
সতর্কতামূলক ডোজ
|
৪৫,০৬,৬৫২
|
সামনের সারির করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,১৩,৬৭৭
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৫,১৭,৩১৩
|
সতর্কতামূলক ডোজ
|
৬৯,৫৯,৩৭৫
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২,০৪,৪০,২৪৭
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৭৪,৯১,০৬৫
|
দ্বিতীয় ডোজ
|
৩,৯০,৪৬,৬১৫
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,৪৯,০৫,৩৩৮
|
দ্বিতীয় ডোজ
|
৪৬,৮৬,২০,৮৬০
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,২৭,৯৮,১৮৪
|
দ্বিতীয় ডোজ
|
১৮,৫৯,৩৭,১৮৬
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৬৭,৭৫,৯১৩
|
দ্বিতীয় ডোজ
|
১১,৫৮,১৫,৮১৮
|
সতর্কতামূলক ডোজ
|
১,২৪,৩৬,৯০০
|
সতর্কতামূলক ডোজ
|
২,৩৯,০২,৯২৭
|
মোট
|
১,৮৫,২০,৭২,৪৬৯
|
দেশে করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ হাজার ৬৩৯। মোট করোনা আক্রান্তের মধ্যে উপসর্গযুক্ত রোগীর হার ০.০৩ শতাংশ।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১,২২২ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এই নিয়ে অতিমারীর শুরু থেকে এপর্যন্ত মোট ৪ কোটি ২৪ লক্ষ ৯৮ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩।
গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৮২ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে এপর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৯ কোটি ২৫ লক্ষ ছাড়ালো (৭৯,২৫,০৯,৪৫১)।
সাপ্তাহিক ও দৈনিক সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.২২ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ০.২১ শতাংশ।
CG/SD/SKD/
(Release ID: 1814468)
Visitor Counter : 105