ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত খেলনা প্রস্তুতকারকদের ৬৩০টি লাইসেন্স মঞ্জুর করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস

Posted On: 06 APR 2022 3:58PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৬ এপ্রিল,  ২০২২

 

চলতি বছরের ২৮-শে মার্চ পর্যন্ত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত খেলনা প্রস্তুতকারকদের ৬৩০টি লাইসেন্স মঞ্জুর করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস(বিআইএস) । লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে । 

দেশীয় খেলনা প্রস্তুতকারকদের বিআইএস ৬৬১টি লাইসেন্স দিয়েছে। তার মধ্যে ৬৩০টি লাইসেন্সই দেওয়া হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সঙ্গে যুক্ত খেলনা প্রস্তুতকারকদের । 

২০১৬ সালের বিআইএস আইনের ১৬ নম্বর ধারার আওতায় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক (শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ)-এর জারি করা খেলনা (গুণমান নিয়ন্ত্রণ) নির্দেশ ২০২০ অনুসারে পয়লা জানুয়ারি ২০২১ সাল থেকে বিআইএস শংসাপত্রের অধীনে খেলনার বিষয়ে সুরক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

সেই অনুসারে খেলনার বিষয়ে সুরক্ষার জন্য ভারতীয় মানদণ্ডগুলি মেনে চলা এবং ২০১৮ সালের বিআইএস(প্রথানুসারী কাজ মূল্যায়ন) আইনের ২ নম্বর তফসিলের আওতাধীন এক নম্বর প্রকল্প অনুসারে বিআইএস-এর লাইসেন্সের অধীনে খেলনায় স্টান্ডার্ড মার্ক(আইএসআই মার্ক) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে । এই আইএসআই মার্ক ছাড়া কোনো খেলনা তৈরি, আমদানি, বন্টন, বিক্রি, সংগ্রহ বা বিক্রির জন্য প্রদর্শন করা যাবে না । খুচরো বিক্রেতা সহ সকল বিক্রেতারা শুধুমাত্র এই স্ট্যান্ডার্ড মার্ক দেওয়া খেলনাগুলি বৈধ বিআইএস লাইসেন্সধারী খেলনা প্রস্তুতকারকদের কাছ থেকে কিনতে এবং তা বিক্রি করতে পারবেন । 

 

CG/SS/RAB



(Release ID: 1814321) Visitor Counter : 133