রেলমন্ত্রক
দুয়ারে রেল পরিষেবা
Posted On:
06 APR 2022 2:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২
ভারতীয় ডাক বিভাগ এবং ভারতীয় রেল যৌথ উদ্যোগে ‘জয়েন্ট পার্সেল প্রোডাক্ট’ - জেপিপি নামে একটি পরিষেবার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে গ্রাহকের সঙ্গে প্রথম ও শেষ সংযোগের দায়িত্বে থাকবে ডাক বিভাগ, স্টেশন থেকে স্টেশনে মধ্যবর্তী সংযোগ রেলের মাধ্যমে করা হবে। এই প্রকল্পের লক্ষ্য হলো প্রেরকের কাছ থেকে পণ্য নিয়ে তা বুকিং করে প্রাপকের কাছে সেটি পৌঁছে দেওয়া। অর্থাৎ পার্সেল পাঠানোর সমস্ত দায়িত্ব নিজেদের হাতে নিয়ে গ্রাহককে চিন্তামুক্ত করা। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ক্রেতার কাছে যে পণ্য পাঠানো হয়, এই প্রকল্প সেই পণ্য পাঠানোর বাজারকে ধরতে চাইছে।
এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। ৩১শে মার্চ, ২০২২ তারিখে সুরাট থেকে বারাণসীতে এই প্রকল্পের আওতায় প্রথম পরিষেবা পাঠানো হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে রেল, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ এই তথ্য জানিয়েছেন।
CG/SD/SKD/
(Release ID: 1814179)
Visitor Counter : 120