আয়ুষ

আয়ুষ মন্ত্রক বিশ্ব স্বাস্থ্য দিবসে লালকেল্লায় যোগ মহোৎসব উদযাপন করবে

Posted On: 05 APR 2022 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২২
 
আয়ুষ মন্ত্রক আগামী ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে লালকেল্লার প্রেক্ষাপটে ১৫ই অগাস্ট পার্কে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত সাধারণ যোগাভ্যাসের আয়োজন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বাকি থাকা ৭৫ দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ দিল্লিতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং যোগ গুরুরা উপস্থিত থাকবেন।
 
মন্ত্রক বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ১০০ দিন আগে থাকতেই একাধিক অনুষ্ঠান করছে। সেখানে ১০০টি সংস্থা, ১০০টি জায়গা/শহরে যোগের বিষয়ে প্রচার চালাচ্ছে।
 
আয়ুষ মন্ত্রক আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য একটি নোডাল মন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করছে। প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবসে একটি গণ যোগচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি চলছে।
 
উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক যোগ দিবস পালনের ৭৫ দিন আগেই এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে ‘স্বাস্থ্য ও সুস্থতার জন্য গণআন্দোলন’ – এর বিষয়ে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে। আসন্ন অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস যেহেতু আজাদি কা অমৃত মহোৎসব বছরে পড়েছে, তাই মন্ত্রক সারা দেশে ৭৫টি আইকনিক স্থানে এই দিবস পালনের প্রস্তাব দিয়েছে।
 
CG/SS/SB


(Release ID: 1813905) Visitor Counter : 126