অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

কৃষি উড়ান প্রকল্পের আওতায় ৫৩টি বিমানবন্দর অন্তর্ভুক্ত হয়েছে

Posted On: 04 APR 2022 2:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২২
 
কৃষি পণ্য পরিবহণে কৃষকদের সহায়তায় ২০২০ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক এবং জাতীয় রুটে কৃষি উড়ান প্রকল্প চালু করা হয়। ২০২১ সালের অক্টোবরে কৃষি উড়ান ২.০ –এর কথা ঘোষণা করা হয়। মূলত পার্বত্য অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং উপজাতি সম্প্রদায় ভুক্ত অঞ্চল থেকে পচনশীল খাদ্য পরিবহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পটি উত্তর-পূর্বাঞ্চলের ২৫টি বিমানবন্দর এবং আগরতলা, দেরাদুন, ডিব্রুগড়, জম্মু, লেহ, শ্রীনগর, শিলচর সহ অন্যান্য পার্বত্য ও উপজাতীয় অঞ্চলে কার্যকর হয়েছে। পরবর্তীতে কলকাতা সহ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ২৮টি বিমানবন্দরকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। 
 
কৃষি উড়ান হলো একটি কেন্দ্রাভিমুখী প্রকল্প। এখানে ৮টি মন্ত্রক/ বিভাগ যুক্ত রয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতাধীন বিমানবন্দরের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক রুটে মোট ১ লক্ষ ৮ হাজার ৪৭৯ মেট্রিকটন পচনশীল পণ্য সামগ্রী বহন করা হয়েছে। কৃষি উড়ান প্রকল্পের বিষয়ে সময়ে সময়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পরামর্শ করা হয়ে থাকে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডঃ ভি কে সিং।
 
CG/SS/SKD/


(Release ID: 1813419) Visitor Counter : 149