নারীওশিশুবিকাশমন্ত্রক
জাতীয় মহিলা কমিশন মানব পাচার বিরোধী সেল'এর সূচনা করেছে
Posted On:
02 APR 2022 4:54PM by PIB Kolkata
নতুন দিল্লি,২ এপ্রিল, ২০২২
মানব পাচারের ঘটনা রুখতে কার্যকারিতা বৃদ্ধি, মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে তোলা , পাচারবিরোধী ইউনিটগুলির সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও আইন প্রয়ণকারী সংস্থাগুলিকে আরও বেশি সংবেদনশীল করে তুলতে জাতীয় মহিলা কমিশন আজ একটি মানব পাচার বিরোধী সেল'এর সূচনা করেছে।
আইন প্রয়ণকারী আধিকারিকদের মধ্যে সচেতনতা এবং তাদের সক্ষমতা বৃদ্ধির সুবিধার্থে সেলটি গঠন করা হয়েছে। সেলটি আঞ্চলিক, রাজ্য, জেলা স্তরে পুলিশ আধিকারিক ও প্রসিকিউটরদের জন্য মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে লিঙ্গ সংবেদনশীলতা বিষয়ে প্রশিক্ষণ এবং কর্মশালা পরিচালনা করবে। এই সেলের মাধ্যমে মানব পাচার সংক্রান্ত অভিযোগ কমিশনের কাছে জমা পড়বে।
কমিশন মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের পরিবারের প্রতি সংবেদনশীল মনোভাবের অভাব পর্যবেক্ষণ করেছে।এর প্রেক্ষিতে এই সেল যথাযথ ব্যবস্থা নেবে।
এছাড়াও সেলটি পাচার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রয়োজন-ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের জীবন পুনর্গঠনে সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধিতে কর্মসূচির আয়োজন করবে।
CG/SS
(Release ID: 1812871)
Visitor Counter : 185