যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ২৫০৯ জন খোলো ইন্ডিয়া অ্যাথলিটের জন্য অন্যান্য খাতে খরচ বাবদ ৭ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করেছে

Posted On: 02 APR 2022 1:52PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২ এপ্রিল, ২০২২
 
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২১টি ভিন্ন ভিন্ন ক্রীড়ার সঙ্গে যুক্ত ২৫০৯ জন খেলো ইন্ডিয়া অ্যাথলিটের জন্য অন্যান্য খাতে খরচ বাবদ ৭ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ করে। 
 
বার্ষিক খেলো ইন্ডিয়া স্কলারশিপ কর্মসূচি অনুযায়ী স্বীকৃত ক্রীড়া প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণাধীন প্রত্যেক আবাসিক অ্যাথলিটের জন্য ৬ লক্ষ ২৮ হাজার টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়। এরমধ্যে, ১ লক্ষ ২০ হাজার টাকা খেলাধুলো বাদে অন্যান্য খাতে খরচের জন্য দেওয়া হয়েছে। 
 
খেলো ইন্ডিয়ার এই অ্যাথলিটদের যে ১ লক্ষ ২০ হাজার টাকা অন্যান্য খাতে খরচের জন্য দেওয়া হয়, তা সরাসরি সংশ্লিষ্ট অ্যাথলিটের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। বাকি টাকা অ্যাথলিটের প্রশিক্ষণ, খাওয়া-দাওয়া, থাকা ও শিক্ষা খাতে খরচ করা হয়। খেলো ইন্ডিয়া ট্যালেন্ট ডেভলপমেন্ট কর্মসূচি অনুযায়ী তহবিল বরাদ্দ করা হয়ে থাকে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1812807) Visitor Counter : 153