যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্টারনেট সুবিধাযুক্ত গ্রাম

Posted On: 01 APR 2022 2:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২২
 
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশে মোট ৫ লক্ষ ৯৭ হাজার ৬১৮টি গ্রামে জনবসতি আছে। টেলি পরিষেবা প্রদানকারী এবং দূরসঞ্চার দপ্তরের ফিল্ড ইউনিটের দেওয়া তথ্য অনুসারে এর মধ্যে ৫ লক্ষ ৫৮ হাজার ৫৩৭টি গ্রামে মোবাইল ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে। 
 
এর পাশাপাশি, দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং গ্রামে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট/ ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের জন্য ভারতনেট প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। ২৮.০২.২০২২ তারিখ পর্যন্ত ১ লক্ষ ৭২ হাজার ৩৬১টি গ্রাম পঞ্চায়েতে ভারতনেটের আওতায় ব্রডব্যান্ড পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
 
ইন্টারনেটে সুবিধা পাওয়া যাচ্ছে কি না, তা বোঝা যায় গ্রাহক সংখ্যার ভিত্তিতে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্য, শিক্ষা সহ সব ধরণের অনলাইন ডিজিটাল পরিষেবার সুবিধা পেতে পারেন।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহান এই তথ্য জানিয়েছেন।
 
CG/SD/SKD/

(Release ID: 1812672) Visitor Counter : 146