ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ

Posted On: 31 MAR 2022 12:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

শিশুলিঙ্গ হারে বৈষম্য এবং শিশুকন্যাদের ক্ষমতায়নের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ের সুষ্ঠু সমাধানে কেন্দ্রীয় সরকার ২০১৫-র জানুয়ারিতে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচি শুরু করে। এই কর্মসূচি শুরু করার উদ্দেশ্য, লিঙ্গ-ভিত্তিক বৈষম্য দূর করা, শিশুকন্যাদের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার সুযোগ-সুবিধা দেওয়া।

কেন্দ্রীয় সরকার অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির নথিভুক্তিকরণের জন্য পূর্বতন উদ্যোগ আধার মেমোরান্ডাম প্রক্রিয়ার পরিবর্তে ২০২০-র জুলাই মাসে ‘উদ্যম রেজিস্ট্রেশন’ পদ্ধতি চালু করে। উদ্যম রেজিস্ট্রেশন পোর্টালে মহিলা পরিচালিত নথিভুক্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার সংখ্যায় লক্ষ্যণীয় অগ্রগতি দেখা গেছে। ২০২০-২১-এ এই পোর্টালে মহিলা পরিচালিত ৪ লক্ষ ৯০ হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা নথিভুক্ত হয়। একইভাবে, ২০২১-২২-এর ২৮শে মার্চ পর্যন্ত মহিলা পরিচালিত এ ধরনের নথিভুক্ত সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৮ লক্ষ ৫৯ হাজার।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২১-এর ৩১শে মার্চ পর্যন্ত দেশে তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে ২১১ কোটি ৬৫ লক্ষ অ্যাকাউন্টের মধ্যে মহিলা অ্যাকাউন্টধারীর সংখ্যা ৭০ কোটি ৬৪ লক্ষ।

মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’য় ২০১৫-র ৮ই এপ্রিল থেকে ২০২২-এর ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট অ্যাকাউন্টের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৭৮ হাজার ৯৪৪। এই অ্যাকাউন্টগুলির মধ্যে ১ লক্ষ ৫২ হাজার ২৬২টি অ্যাকাউন্টে যোজনার আওতায় আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়েছে। মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৪৮ হাজার ৬৪৪ কোটি টাকা। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় মোট অ্যাকাউন্টের মধ্যে মহিলা অ্যাকাউন্টধারীর সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ ৬ হাজার ১৩৮। এই অ্যাকাউন্টগুলির মধ্যে ৯৩ হাজার ১৭৫টি অ্যাকাউন্টে আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ ৯১ হাজার ৩১৪ কোটি টাকা।

লোকসভায় এক লিখিত জবাবে একথা জানান অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।

 

CG/BD/DM/


(Release ID: 1811998) Visitor Counter : 176