স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের কমিটি পাঁচ রাজ্যকে অতিরিক্ত কেন্দ্রীয় সাহায্য বাবদ ১৮৮৭ কোটি ২৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে


২০২১ সালে বন্যা, ভূমিধ্বস, শিলাবৃষ্টির কারণে ক্ষতির জন্য বিহার, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান ও সিকিম-কে এই অর্থ দেওয়া হলো

Posted On: 30 MAR 2022 6:32PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৩০ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে পাঁচটি রাজ্যকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সাহায্য দেওয়ার প্রস্তাব উচ্চ পর্যায়ের কমিটি অনুমোদন করেছে। ২০২১ সালে বন্যা, ভূমিধ্বস ও শিলাবৃষ্টির কারণে এই রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হন, তা দূর করার উদ্যোগ প্রতিফলিত হয়।   

উচ্চ পর্যায়ের কমিটি ৫ রাজ্যকে কেন্দ্রীয় সাহায্যবাবদ অতিরিক্ত ১৮৮৭ কোটি ২৩ লক্ষ টাকা দেবে। এবাবদ, পশ্চিমবঙ্গকে ৪৭৫ কোটি ৪ লক্ষ টাকা, বিহারকে ১ হাজার ৩৮ কোটি ৯৬ লক্ষ টাকা, সিকিমকে ৫৯ কোটি ৩৫ লক্ষ টাকা, হিমাচল প্রদেশকে ২১ লক্ষ ৩৭ লক্ষ টাকা এবং রাজস্থানকে ২৯২ কোটি ৫১ লক্ষ টাকা দেওয়া হবে। কেন্দ্র বিভিন্ন রাজ্যকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে যে অর্থ পাঠায়, এই টাকা তার অতিরিক্ত। ২০২১-২২ অর্থবর্ষে কেন্দ্র ২৮টি রাজ্যকে ১৭,৭৪৭ কোটি ২০ লক্ষ টাকা রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিলে পাঠিয়েছে। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ৯টি রাজ্যকে ৬১৯৭ কোটি ৯৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

প্রাকৃতিক বিপর্যয় হলেই সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ক্ষয়ক্ষতি সংক্রান্ত কোনো প্রতিবেদন আসার আগেই কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রীসভার একটি দলকে  পাঠিয়ে থাকে। এই দল প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণে সাহায্য করে।

 

CG/CB/SKD/


(Release ID: 1811896) Visitor Counter : 125