স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৪ কোটি ৬ লক্ষ ছাড়িয়েছে
১২-১৪ বছর বয়সীদের ১ কোটি ৬০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১৪ হাজার ৩০৭ হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৫
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৩ শতাংশ
Posted On:
31 MAR 2022 9:43AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২
সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৪ কোটি ৬ লক্ষ ৫৫ হাজার ৫।
১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ১ কোটি ৬০ লক্ষ ৮১ হাজার ৬৯৬টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১০৪০৩৬৩৫
৯৯৯৯৩৫৫
৪৪৫৫৫৮২
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১৮৪১৩১৪৩
১৭৫০৮৬৯০
৬৮৫৮৩৯৭
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১৬০৮১৬৯৬
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৭১০৮২২৯
৩৭৯৪৭৯২৮
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৫৪৫৪৯৬৭৮
৪৬৫৫৪০৮১৭
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২০২৭৩৮২৭০
১৮৫২৩৯০২৩
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২৬৭২৯৯১৭
১১৫৩৮২৮৩১
১১৬৯৭৮১৪
|
|
প্রিকশন ডোজ
|
২,৩০,১১,৭৯৩
|
মোট
|
|
১,৮৪,০৬,৫৫,০০৫
|
ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৩০৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।
একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৮৯ হাজার ০০৪।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৭ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৮ কোটি ৯১ লক্ষ ৬৪ হাজার ৯২২।
দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৩ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.২০ শতাংশ।
CG/SS/SB
(Release ID: 1811889)
Visitor Counter : 149