প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আজ আইএনএএস ৩১৬-র কমিশনিং অনুষ্ঠিত হয়েছে

Posted On: 29 MAR 2022 4:29PM by PIB Kolkata
নয়াদিল্লী,  ২৯ মার্চ, ২০২২
 
ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় পি-৮আই বিমান স্কোয়াড্রোনে ভারতীয় নৌবাহিনীর বিমান সংক্রান্ত স্কোয়াড্রোন ৩১৬ আজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই উপলক্ষ্যে গোয়ায় আইএনএস হংস-এ সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডমিরাল কুমার তাঁর ভাষণে জানান, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে নিরাপত্তার ক্ষেত্রে গ্রহণযোগ্য অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে এই অঞ্চলে কার্যকর কৌশলগত ভূমিকা পালনে ভারতের দক্ষতা প্রতিফলিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। এরই অঙ্গ হিসেবে আইএনএএস-৩১৬কে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। এর ফলে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি চালাতে সুবিধা হবে। 
 
আইএনএস-৩১৬ বোয়িং পি-৮আই বিমানকে পরিচালনা করবে। এটি বিভিন্ন ভূমিকা পালন করবে। এরমধ্যে উল্লেখযোগ্য দূরপাল্লার সামুদ্রিক সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ব্যবস্থাকে সাহায্য করবে এ ধরণের বিমান পরিচালনা করা। এছাড়াও এয়ার টু শিপ ক্ষেপনাস্ত্র এবং টর্পেডো উৎক্ষেপণও এটি সাহায্য করবে। বোয়িং পি-৮ আই-এর পাইলট কম্যান্ডর অমিত মহাপাত্র আইএনএএস-৩১৬ কে চালাবেন। তিনি আইএল-৩৮, ডর্নিয়ের ২২৮-এর মতো ভাসমান মঞ্চ থেকে বিমান চালিয়েছেন।     
 
 
CG/CB/NS

(Release ID: 1811215) Visitor Counter : 158