অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
দেশে ২১টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে
Posted On:
28 MAR 2022 2:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ মার্চ, ২০২২
কেন্দ্রীয় সরকার দেশে ২১টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। গোয়ায় মোপা, মহারাষ্ট্রের নভি মুম্বাই, সিন্ধুদুর্গ ও শিরডি, কর্ণাটকের শিমোগা, বিজাপুর, হাসান, কালবুর্গি, মধ্যপ্রদেশের ডাবরা, উত্তরপ্রদেশের কুশিনগর ও জেওয়ার, গুজরাটের ধোলেরা ও হিরাসার, পুদুচেরির করাইকাল, অন্ধ্রপ্রদেশের দগদার্থী, ভোগপুরম ও ওরভাকাল, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, সিকিমের পাকিয়ং, কেরালার কান্নুর, অরুণাচল প্রদেশের হোলোঙ্গি-তে এই ২১টি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য নীতিগত অনুমোদন মিলেছে। এর মধ্যে ৮টি গ্রিনফিল্ড বিমানবন্দর চালু হয়েছে।
জমি অধিগ্রহণ, বাধ্যতামূলক ছাড়পত্র, অর্থ বরাদ্দ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে বিমানবন্দর নির্মাণের সময়সীমা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ২০১৬ সালের অক্টোবর মাসে আঞ্চলিক সংযোগ প্রকল্প (আরসিএস)-উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক)-এর সূচনা করেছে। উড়ান প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের নিলামের ভিত্তিতে উত্তর প্রদেশ সহ সারা দেশে ১৪টি ওয়াটার অ্যারোড্রোম, ১৬টি হেলিপ্যাড এবং ১৫৪টি আরসিএস বিমান বন্দরকে বিমান ওঠামানার জন্য চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের ১৪ই মার্চ পর্যন্ত ৮টি হেলিপোর্ট ও ২টি ওয়াটার অ্যারোড্রোম সহ ৬৬টি অপ্রচলিত বিমানবন্দর চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের দুর্গাপুর বিমানবন্দর।
রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল (ড.) ভি কে সিং।
CG/SS/SKD/
(Release ID: 1810783)
Visitor Counter : 174