তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর দুবাই এক্সপোতে তেজস দক্ষতা প্রকল্পের সূচনা করেছেন

Posted On: 27 MAR 2022 7:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ মার্চ, ২০২২

 

দু’দিনের দুবাই সফরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর রবিবার (২৭শে মার্চ, ২০২২) প্রবাসী ভারতীয়দের প্রশিক্ষণের জন্য একটি স্কিল ইন্ডিয়া আন্তর্জাতিক প্রকল্প ‘তেজস’ (সংযুক্ত আরব আমিরশাহীতে চাকরি ও দক্ষতার জন্য প্রশিক্ষণ)-এর সূচনা করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল ভারতীয়দের দক্ষতা বৃদ্ধি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংযুক্ত আরব আমিরশাহীতে দক্ষতা এবং বাজারের প্রয়োজন অনুযায়ী ভারতীয়দের কর্ম-উপযোগী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশে বহু তরুণ জনসংখ্যা রয়েছে। দেশ ও ভাবমূর্তি গঠনে উভয় ক্ষেত্রেই তরুণ সম্প্রদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, সরকারের লক্ষ্যই হল, দেশের মানুষের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বের সামনে দক্ষ ভারতীয় কর্মী তুলে ধরা। শ্রী ঠাকুর আরও জানান, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে। এবিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন তিনি। তেজসের লক্ষ্যই হল, প্রাথমিক পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহীতে অন্তত ১০ হাজার দক্ষ ভারতীয় কর্মী গড়ে তোলা।

শ্রী অনুরাগ ঠাকুর এদিন ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে চলচ্চিত্র ও বিনোদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করেন। তিনি ই-ভিশন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর সিইও মিঃ অলিভিয়ার ব্রামলির সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার প্রতিষ্ঠাতা শ্রী নীরজ রায়, টাটা প্লে-এর সিইও তথা কার্যনির্বাহী অধিকর্তা শ্রী হরিত নাগপালের সঙ্গেও বৈঠক করেন। শ্রী ঠাকুর বলেন, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী যৌথভাবে আজাদি কা অমৃত মহোৎসব-এর অনুষ্ঠান আয়োজন করতে পারে। 

এদিন কেন্দ্রীয় মন্ত্রী আবুধাবি ফিল্ম কমিশনের ফিল্ম কমিশনার মিঃ হান্স ফ্রাইকিনের সঙ্গে আলোচনা করেন। এই অনুষ্ঠানে ভারতীয় প্যাভিলিয়নে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রের মাধ্যমে ভারত বিশ্বের দরবারে পৌঁছে গেছে। দেশের পোস্ট প্রোডাকশন ক্ষমতা এবং প্রতিভা এখন বিশ্বের অন্যান্য দেশের সমতুল্য। 

পরে শ্রী ঠাকুর দুবাই এক্সপোতে ইন্ডিয়া প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরশাহী সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমির-এর সঙ্গে আলোচনা করেন। দুবাই এক্সপোতে হাজির হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ভারতীয় প্যাভিলিয়নের বাইরে উৎসাহী প্রবাসী ভারতীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর পর কেন্দ্রীয় মন্ত্রী দুবাই এক্সপোতে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং ইতালির প্যাভিলিয়নও পরিদর্শন করেন।

 

CG/SS/SKD/


(Release ID: 1810439) Visitor Counter : 199