আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

গুজরাটের নর্মদা জেলায় কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি চত্বরে আদিবাসী বিষয়ক সংস্কৃতি ও রন্ধনশৈলী নিয়ে বিশেষ বাজারের আয়োজন౼ আদি বাজার

प्रविष्टि तिथि: 27 MAR 2022 9:39AM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৭শে মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্ত সংস্থা ট্রাইফেড দেশের নানা প্রান্তে আদিবাসী বিষয়ক সংস্কৃতি ও রন্ধনশৈলীর নিয়ে বিশেষ বাজারের আয়োজন করে।  ২৬ শে মার্চ বিশেষ এই বাজার বসেছে গুজরাটের নর্মদা জেলার কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির চত্বরে। এই বাজারের নাম আদি বাজার। ১১ দিন ধরে আদিবাসীদের তৈরি নানা পণ্যসামগ্রী এখানে প্রদর্শিত হচ্ছে। দেশের ১০ টি রাজ্য থেকে আসা আদিবাসীদের তৈরি নানা পণ্য  ১০০টি স্টলে স্থান পেয়েছে ।
 
এই বাজার চলবে ৫ই এপ্রিল পর্যন্ত।  আগামী ৩০শে মার্চ থেকে ৮ই এপ্রিল ওডিশার রৌরকেল্লায় সেইল এক্সিবিশন গ্রাউন্ডে  আরেকটি আদি বাজার বসবে। এই বাজারগুলিতে আদিবাসীদের জীবন জীবিকার  নানা তথ্য প্রকাশ পায়। বিগত দুই বছরে মহামারীর কারণে আদিবাসীদের জীবিকার ক্ষতি হয়েছে, ট্রাইফেড এই জনগোষ্ঠীগুলির জীবনের মান্নোনয়নে নানাভাবে সক্রিয়। আদি বাজার এই উদ্যোগের অঙ্গ। এখানে আদিবাসীদের পণ্য সামগ্রী বিক্রির মধ্য দিয়ে তাঁরা যেমন উপকৃত হবেন, একই সঙ্গে সমাজের মূল ধারার উন্নয়নের শরিকও হতে পারবেন। 
 
CG/CB/NS

(रिलीज़ आईडी: 1810251) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu