শিল্পওবাণিজ্যমন্ত্রক

মূল্য সংযুক্ত মাংসের রপ্তানি বাড়াতে পশুদের জন্য রোগমুক্ত অঞ্চল গড়ার আহ্বান জানিয়েছেন শ্রী পুরুষোত্তম রুপালা

Posted On: 27 MAR 2022 12:04PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৭ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় গবাদি পশুপালন ও মৎস্য মন্ত্রী শ্রী পুরুষোত্তম রুপালা মূল্য সংযুক্ত মাংসের রপ্তানি বাড়াতে পশুদের জন্য অঞ্চল ভিত্তিক রোগমুক্ত এলাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শ্রী রুপালা শনিবার নতুন দিল্লিতে এপিইডিএ-র পক্ষ থেকে মূল্য সংযুক্ত মাংসের রপ্তানি বৃদ্ধি সম্পর্কিত জাতীয় স্তরের একটি সভায় যোগ দিয়ে বলেন, দেশে একটি অঞ্চলেও যদি পোল্ট্রি পাখিদের মধ্যে সংক্রমণ ছড়ায়, তাহলে পুরো দেশের পোল্ট্রি খামার রোগাক্রান্ত বলে বিবেচনা করা হয়। 
 
শ্রী রুপালা সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি জেলাকে নিয়ে একটি অঞ্চলকে রোগ মুক্ত হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। এপ্রসঙ্গে তিনি সিকিমের কথা উল্লেখ করে বলেন, রাজ্যটি অর্গানিক বা জৈব চাষাবাদ পদ্ধতি গ্রহণ করেছে। পশু স্বাস্থ্যের দিক থেকে ভারতকে রোগ মুক্ত করে তুলতে সঠিক পদক্ষেপ গ্রহণ সহ একটি ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নের জন্য শ্রী রুপালা প্রাথমিক পর্যায়ে সমীক্ষা গ্রহণের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একই সঙ্গে সমস্ত পক্ষকে সংক্রামক এলাকাগুলি চিহ্নিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হবে এবং কোভিড-১৯ মোকাবিলায় যে কোয়ারেন্টাইন পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, ঠিক অনুরূপ ব্যবস্থা মেনে চলতে হবে।
 
গ্রামীণ অর্থ ব্যবস্থায় গবাদি পশুকে জীবন-জীবিকার সহায়ক পন্থা হিসেবে উল্লেখ করে শ্রী রুপালা বলেন, গবাদিপশু জটিল সময়ে অর্থ সংস্থানের পাশাপাশি পুষ্টিকর খাবারের যোগান দেয়। এই প্রেক্ষিতে গবাদি পশুর উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই উপলক্ষে শ্রী রুপালা মূল্য সংযুক্ত মাংস সহ শূকর ও শূকরজাত পণ্য রপ্তানি সম্পর্কিত দুটি ছোট পুস্তিকা প্রকাশ করেন। 
 
গবাদিপশু পালন মন্ত্রক গৃহপালিত পশুর সুস্বাস্থ্য, আরোগ্য ও পুষ্টিকর খাবার যোগানের লক্ষ্যে পরিকাঠামোর মানোন্নয়নে কাজ করে চলেছে বলে উল্লেখ করে শ্রী রুপালা গবাদিপশুর উৎপাদনশীলতা এবং গবাদিপশুজাত পণ্য সামগ্রীর গুণমান বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান। সারা বিশ্ব যখন রেকর্ড কোভিড-১৯ টিকাকরণে ভারতের প্রচেষ্টার প্রশংসা করছে, ঠিক তখনই গবাদিপশুর মুখ ও পায়ের খুরে জীবাণু সংক্রমণ প্রতিহত করতে দেশে ব্যাপাক টিকাকরণ অভিযান চলছে। 
 
উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯-এর সেপ্টেম্বরে গবাদি পশুর মুখ ও পায়ের খুরে ব্রুসেলোসিস সংক্রমণ ঠেকাতে জাতীয় স্তরে গৃহপালিত পশুর রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরের এই কর্মসূচিটি রূপায়ণের জন্য ১২ হাজার ৬৫২ কোটি টাকা বরাদ্দ করেছে। এই কর্মসূচিতে ৬০ কোটির বেশি গরুর টিকাকরণের লক্ষ্য স্থির হয়েছে। 
 
শ্রী রুপালা গৃহপালিত পশু শিল্পকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির সুযোগ-সুবিধা গ্রহণের পরামর্শ দেন। উল্লেখ করা যেতে পারে, এপিইডিএ মাংস ও এজাতীয় পণ্য সহ আম, লিচু, কলা প্রভৃতি ফল রপ্তানির ক্ষেত্রে একাধিক সাফল্য পেয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1810250) Visitor Counter : 128