সংস্কৃতিমন্ত্রক
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতি স্মৃতি যুবিন ইরানি দশ দিনব্যাপী 'লালকেল্লা উৎসব- ভারত ভাগ্য বিধাতা'-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন
Posted On:
25 MAR 2022 4:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২২
দশ দিনব্যাপী মেগা লালকেল্লা উৎসব- ভারত ভাগ্য বিধাতা আজ থেকে শুরু হয়েছে এবং তা চলবে ৩ এপ্রিল, ২০২২ পর্যন্ত। আইকনিক ১৭ শতকের স্মৃতিস্তম্ভ দিল্লির রেড ফোর্টে আজ এই উৎসবের সূচনা করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি স্মৃতি যুবিন ইরানি।
উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে নৃত্যকলা থেকে শুরু করে যোগা। সারা দেশ থেকে প্রায় ৭০ জন শিল্পী এতে অংশ নিয়েছেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমতি স্মৃতি যুবিন ইরানি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির লালকেল্লা থেকে ভাষণ দেওয়া নতুন ভারত গড়ার আহ্বানের কথা স্মরণ করেন। তিনি বলেন যে, লালকেল্লা কেবল একটি স্মৃতিসৌধ নয়, এটি একটি মূর্ত প্রতীক যা প্রতিবছর জাতিকে মজবুত করতে সাহায্য করে। ভারতের সংবিধানের প্রতি সংকল্প, প্রতিশ্রুতি এবং দায়িত্ব উপলব্ধি করা উচিত। শ্রীমতি ইরানি উল্লেখ করেন যে, এই ধরনের এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বৈচিত্রময় সংস্কৃতিকে একই ছাদের নিচে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমাদের শিশুদের বলতে হবে আমাদের গৌরবময় অতীতের কথা এবং তা রক্ষা করতে হবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ, তারাই দেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে কাজ করবে।
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে সংস্কৃতি মন্ত্রক এই লালকেল্লা উৎসবের আয়োজন করেছে। যার নাম দেওয়া হয়েছে ভারত ভাগ্য বিধাতা। এই উৎসবে সারাদেশ থেকে ৭০ জনেরও বেশি কারিগর অংশ নিয়েছে।
(Release ID: 1810109)
Visitor Counter : 289