যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

সিইআইআর প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া ফোনের সন্ধান

Posted On: 25 MAR 2022 2:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২

 

দিল্লি, মুম্বাই এবং মহারাষ্ট্র লাইসেন্সড সার্ভিস এলাকায় সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) প্রকল্পের সূচনা হয়েছে। এই অঞ্চলে হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া মোবাইল ফোনের পরিষেবা বন্ধ করে দেওয়া এবং ফোনটির সন্ধান পাওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সিইআইআর ব্যবস্থাপনায় ২০শে মার্চ পর্যন্ত দিল্লিতে ১ লক্ষ ৬৯ হাজার ৬৬৭, মুম্বাইয়ে ৮ হাজার ৩১৫ এবং মহারাষ্ট্রে ১১ হাজার ৮৪৮টি মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার অনুরোধ এসেছে। ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই-এর সাহায্যে দিল্লিতে ১ লক্ষ ১০ হাজার ২৩৯, মুম্বাইয়ে ৪ হাজার ৫৮৬, এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৩১৭টি মোবাইল ফোনের উপভোক্তাদের সন্ধান পাওয়া গেছে।

সিইআইআর প্রকল্পে টেলিযোগাযোগ দপ্তর, টেলিফোন সংস্থা, পুলিশ, মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা এবং মোবাইল ফোন ব্যবহারকারী যুক্ত থাকেন। বর্তমানে আইএমইআই-এর সাহায্যে উপভোক্তারা তাঁদের মোবাইল ফোনের প্রস্তুতকারকের নাম এবং ফোনটি কতটা আসল, সে বিষয়ে তথ্য জানতে পারেন। সিইআইআর পদ্ধতিতে সংশ্লিষ্ট সব পক্ষের নির্দিষ্ট ভূমিকার বাইরে অন্য কোনও তথ্য সংগ্রহ করার সুযোগ থাকবে না।  

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহান।

 

CG/CB/DM/



(Release ID: 1809877) Visitor Counter : 127


Read this release in: Gujarati , English , Urdu , Marathi