মানবসম্পদবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রীর মতবিনিময়মূলক অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’র পঞ্চম সংস্করণ পয়লা এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে
প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন
সৃজনমূলক রচনা প্রতিযোগিতায় প্রায় ১৫.৭ লক্ষ প্রতিযোগী নিজেদের নাম নথিভুক্ত করেছেন
Posted On:
24 MAR 2022 6:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী পয়লা এপ্রিল ২০২২ তারিখে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে সারা বিশ্বের পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। সৃজনশীল রচনা প্রতিযোগিতায় প্রায় ১৫.৭ লক্ষ প্রতিযোগী উৎসাহের সঙ্গে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিস্কপ্রসূত এই অনন্য মতবিনিময়মূলক অনুষ্ঠান ‘পরীক্ষা পে চর্চা’তে দেশ বিদেশের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ পান। পরীক্ষার চাপ কাটিয়ে কীভাবে জীবনকে উৎসবের মতো উদযাপন করা যায়, তার পন্থাপদ্ধতি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়।
গত চার বছর ধরে শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা ও সাক্ষরতা দপ্তর সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথম তিনটি সংস্করণ টাউনহল ফর্মাটে নতুন দিল্লিতে আয়োজিত হয়েছিল। ২০২১ সালের ৭ই এপ্রিল চতুর্থ সংস্করণের আয়োজন করা হয়েছিল অনলাইনে।
CG/SD/SKD/
(Release ID: 1809439)
Visitor Counter : 179