স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮২ কোটি ২৩ লক্ষ ছাড়িয়েছে


১২ থেকে ১৪ বছর বয়সীদের ৭২ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২২ হাজার ৪২৭, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩৮

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৫ শতাংশ

Posted On: 24 MAR 2022 9:38AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২


দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮২ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৩৫৬১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ৭২ লক্ষ ১৭ হাজার ১৬৬টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৩,২৭১

দ্বিতীয় ডোজ

৯৯,৯৩,৪৬০

প্রিকশন ডোজ

৪৩,৮৮,৪০২

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১২,৪৫৯

দ্বিতীয় ডোজ

,৭৪,৯৪,৬১৩

প্রিকশন ডোজ

৬৭,২০,৪৭৩

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

৭২,১৭,১৬৬

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৬৫,০১,২৪৫

দ্বিতীয় ডোজ

,৬৩,৭১,১৮৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৪০,২২,৬৮৮

দ্বিতীয় ডোজ

৪৬,১৪,৫২,৯৪১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৬,৪৮,১৭৪

দ্বিতীয় ডোজ

১৮,৪২,৫৬,০৫১

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৬,৬৭,৭৭৫

দ্বিতীয় ডোজ

১১,৪৭,৬৭,৫১০

প্রিকশন ডোজ

,১০,১২,৯৪১

প্রিকশন ডোজ

,২১,২১,৮১৬

মোট

,৮২,২৩,৩০,৩৫৬

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর ফলে, দেশে আজ সুস্পষ্ট ভাবে কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৪২৭, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩১ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৮

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩৮

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৬১ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৮ কোটি ৪৯ লক্ষ ৫২ হাজার ৮০০

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৫ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৯ শতাংশ।


CG/BD/AS/



(Release ID: 1809164) Visitor Counter : 143