সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভূমি রাশি পোর্টাল

Posted On: 24 MAR 2022 12:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২২

 

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জাতীয় সড়কের প্রকল্পগুলির জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার জন্য ভূমি রাশি পোর্টাল তৈরি করেছে। ২০১৮’র পয়লা এপ্রিল থেকে এই পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের আধিকারিকরা অনলাইনে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জমা দেবেন। এই বিজ্ঞপ্তিতে জমি অধিগ্রহণের জন্য ভারপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষর থাকবে। মন্ত্রক খসড়া প্রস্তাবটির অনুমোদন দিলে ই-গেজেটের মাধ্যমে এটি কেন্দ্রের মুদ্রণ দপ্তরে যাবে।

পুরো প্রক্রিয়াটিতে কাগজের ব্যবহার হবে না। এর ফলে, জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি স্বচ্ছভাবে প্রকাশিত হবে। ২০১৮-১৯ অর্থবর্ষে ২৮৪২টি জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবর্ষে গড়পরতা হিসাব অনুযায়ী, ১ হাজারটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় মহাসড়ক আইনের ৩ নম্বর ধারানুযায়ী, ৯৪৬৪টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও, ২০১৮’র পয়লা এপ্রিল থেকে ২০২২ – এর ২১শে মার্চ পর্যন্ত জাতীয় মহাসড়ক আইনের ৩ (ঘ) ধারানুযায়ী, ৮৬ হাজার ২৩৫.৬৯৮১ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।

মন্ত্রক বিভিন্ন সময়ে এই পোর্টালের কার্যক্ষমতার মূল্যায়ন করেছে। এক্ষেত্রে মন্ত্রকের কাছে রাজ্য সরকারগুলির বিভিন্ন তথ্য পোর্টালের জন্য পাঠিয়ে থাকে। ভূমি রাশি পোর্টালে পশ্চিমবঙ্গের ১২ হাজার ৬৮৩, ত্রিপুরায় ১৩ হাজার ২৭৪ এবং আসামে ১২ হাজার ৫১৬টি সমীক্ষার কাজের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

লোকসভায় আজ লিখিত তথ্যে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

 

CG/CB/SB


(Release ID: 1809148) Visitor Counter : 192


Read this release in: English , Urdu , Manipuri , Malayalam