মহাকাশদপ্তর
মিশন গগণযান
Posted On:
23 MAR 2022 1:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২
গগণযান কর্মসূচির আওতায় বর্তমানে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে একটি মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধা কেন্দ্র চালু করা হয়েছে। এই নতুন প্রশিক্ষণ সুবিধা কেন্দ্রে, মহাকাশচারীদের প্রশিক্ষণের কাজ খুব ভালোভাবে চলছে। গগণযানের সমস্ত ব্যবস্থাপনার জন্য পরিল্পনা সম্পন্ন হয়েছে। এগুলি বাস্তবায়িত করা হচ্ছে। হিউম্যান রেটেড ক্রায়োজেনিক ইঞ্জিনের দীর্ঘমেয়াদী যোগ্যতা পরীক্ষা এবং হিউম্যান রেটেড বিকাশ ইঞ্জিনের প্রথম পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এমনকি গগণযান সার্ভিস মডিউল প্রপালশন ব্যবস্থাপনার জন্য প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হয়েছে। অরবিটাল মডিউল প্রস্তুতির জন্য ইন্টিগ্রেশন সুবিধা নির্মাণ প্রায় শেষের পথে। জাতীয় এবং আন্তর্জাতিক উভয় সংস্থার সঙ্গে সমঝোতা স্বাক্ষর, চুক্তি এবং বাস্তবায়ন ব্যবস্থা সম্পর্কিত কাজকর্ম ভালোভাবে এগিয়ে চলেছ। বিভিন্ন মানব-কেন্দ্রিক পণ্যের নকশা সম্পন্ন হয়েছে। মাইক্রোগ্রাভিটি পরীক্ষা-নিরীক্ষার উন্নয়ন সম্পর্কিত কাজ শুরু হয়েছে। সরকার গগণযান সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম যেমন – হার্ডওয়ার তৈরি, সরবরাহ, ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর ইত্যাদির জন্য বেসরকারি ক্ষেত্র ও স্টার্ট-আপ সংস্থাগুলিকে উৎসাহিত করছে।
লোকসভায় আজ লিখিত উত্তরে একথা জানিয়েছেন পেনশন গণঅভিযোগ, কর্মীবর্গ এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।
CG/SS/SKD/
(Release ID: 1808732)
Visitor Counter : 194