স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮১ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৫২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ২৩ হাজার ৮৭ হয়েছে; যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭৮

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৩৬ শতাংশ

Posted On: 23 MAR 2022 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ৮৯ লক্ষ ১৫ হাজার ২৩৪।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ৫২ লক্ষ ১০ হাজার ৭৭৫টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৩,১৮৫

 

৯৯,৯২,৫৬১

 

৪৩,৭৯,৩৭১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১২,৩৬২

 

,৭৪,৯২,৬৮৯

 

৬৭,০৩,৭৮৮

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫২,১০,৭৭৫

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৬৩,৯৬,৭৮৪

 

,৬১,১৮,৮৮৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,৩৯,৫০,২০৯

 

৪৬,০৮,৪০,২৯২

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২৬,৩৭,৬৮০

 

১৮,৪১,১১,০৬৪

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৬,৬০,১৯৯

 

১১,৪৬,৭৭,৭৭১

 

,০৯,২৭,৬১৮

 

 

প্রিকশন ডোজ

,২০,১০,৭৭৭

 

মোট

 

,৮১,৮৯,১৫,২৩৪

ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৩ হাজার ৮৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।

একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪২ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫৭।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৮ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৭৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৮ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার ৮৪৬।

দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৬ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.২৬ শতাংশ।


CG/BD/SB



(Release ID: 1808638) Visitor Counter : 140