অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক হায়দরাবাদে ২৪-২৭শে মার্চ পর্যন্ত ‘উইংস ইন্ডিয়া ২০২২’ আয়োজন করছে

Posted On: 22 MAR 2022 2:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২২
 
এশিয়ার বৃহত্তম অসামরিক বিমান পরিবহণ বিষয়ক ‘উইংস ইন্ডিয়া ২০২২’ কর্মসূচি ২৪-২৭শে মার্চ হায়দরাবাদে আয়োজন করা হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বণিকসভা ফিকি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে প্রতিনিয়ত যেসব পরিবর্তন ঘটে চলেছে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন। একইভাবে কর্মসূচিতে নতুন ব্যবসায়িক পন্থা, বিনিয়োগ, নীতি প্রণয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। হায়দরাবাদে বেগমপেট বিমানবন্দরে ‘উইংস ইন্ডিয়া ২০২২’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 
 
অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে হায়দরাবাদ অন্যতম একটি হাব বা মূল কেন্দ্র হয়ে ওঠায় স্বাভাবিকভাবেই এখানে এবার এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থায় উৎকর্ষতার স্বীকৃতি-স্বরূপ মন্ত্রক উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২২ শুরু করার কথাও ঘোষণা করেছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এবারের ‘উইংস ইন্ডিয়া ২০২২’ কর্মসূচির মূল ভাবনা “India@75: অসামারিক বিমান পরিবহণ শিল্পের জন্য এক নতুন দিগন্ত।
 
উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড অসামরিক বিমান পরিবহণের সঙ্গে যুক্ত সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠনগুলিকে দেওয়া হবে। ভারতে অসামারিক বিমান পরিবহণ ক্ষেত্রে স্বতন্ত্র মাপকাঠি প্রণয়ন ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি-স্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২৫ তারিখ এই পুস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 
 
কেন্দ্রীয় অসামারিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ২৫ তারিখ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করবেন। অনুষ্ঠানে বিদেশি অতিথিবৃন্দ, রাষ্ট্রদূত সহ বিমান সংস্থা, বিমানবন্দর সংস্থা, অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ারিং, ফ্লাইট অপারেশন/ট্রান্সপোর্টেশন প্রভৃতি ক্ষেত্রের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। শ্রী সিন্ধিয়া এই কর্মসূচি প্রসঙ্গে এক বার্তায় বলেছেন, ‘উইংস ইন্ডিয়া ২০২২’ এমন এক কর্মসূচি, যা ভারতকে বিশ্বের অগ্রণী হাব হিসাবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। 
 
CG/BD/SB


(Release ID: 1808386) Visitor Counter : 137