অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিমানবন্দরগুলিতে আরও উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থার জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে

Posted On: 21 MAR 2022 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২২
 
নিরাপত্তার প্রয়োজনীয়তা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত নিয়ন্ত্রণমূলক কর্তৃপক্ষ হিসেবে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি দায়িত্ব পালন করে থাকে। এই কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজন সাপেক্ষে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা ও তার মানোন্নয়ন করে। দেশে বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে একাধিক সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রালাইজড অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। এর পাশাপাশি, বিমানবন্দরগুলিতে পর্যায়ক্রমে বডি স্ক্যানার বসানো হচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ২০১৮-র আগস্টে ‘ডিজি যাত্রা’ নামে এক কর্মসূচির সূচনা করে। এ ধরনের কর্মসূচির উদ্দেশ্যই হল বিমানবন্দরে টিকিট এবং পরিচয়পত্রের বৈধতা যাচাইয়ের প্রয়োজনীয়তা নির্বিশেষে যাত্রীদের অবাধ ও মসৃণ প্রবেশ ও প্রস্থানের বন্দোবস্ত করা। দেশে বিমানবন্দরগুলিতে রেডিওলজিক্যাল ডিটেকশন ইক্যুইপমেন্ট বসানো হচ্ছে। এ ধরনের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের উদ্দেশ্যই হল রেডিওলজিক্যাল আপৎকালীন পরিস্থিতি প্রতিহত করা।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল ভি.কে.সিং (অবসরপ্রাপ্ত)।
 
CG/BD/DM/

(Release ID: 1807943)
Read this release in: English , Urdu , Marathi , Tamil