ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনএমডিসি ড্রোন-ভিত্তিক খনিজ পদার্থ উত্তোলন প্রক্রিয়ার জন্য খড়্গপুর আইআইটি-র সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে

Posted On: 19 MAR 2022 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২২

 

দেশের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএমডিসি) ড্রোন-ভিত্তিক খনিজ পদার্থ উত্তোলনের জন্য খড়্গপুর আইআইটি- সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ইস্পাত মন্ত্রকের অধীনস্ত এই কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি ছয় দশকেরও বেশি সময় ধরে তামা, রক ফসফেট, চুনাপাথর, ম্যাগনেসাইট, হীরে, টাংস্টেনের মতো বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন করে।  

সমঝোতাপত্র স্বাক্ষরের সময় এনএমডিসি- চিফ ম্যানেজিং ডায়রেক্টর শ্রী সুমিত দেব, অর্থ বিভাগের ডায়রেক্টর শ্রী অমিতাভ মুখোপাধ্যায়, প্রযুক্তি বিভাগের ডায়রেক্টর শ্রী সোমনাথ নন্দী এবং উৎপাদন বিভাগের ডায়রেক্টর শ্রী ডি কে মোহান্তি উপস্থিত ছিলেন। আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিওলজি জিওফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস পি শর্মা, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সমীর কুমার পাল। এনএমডিসি- পক্ষে শ্রী সুমিত দেব জানান, ভারতে এই প্রথম কোনও কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ড্রোনের মাধ্যমে হাইপারস্পেকট্রাল পদ্ধতির মাধ্যমে মাটির নীচে সমীক্ষার কাজ চালাবে। এই সংস্থা এর আগে মধ্যপ্রদেশে বিভিন্ন খনিজ উত্তোলনের কাজ করেছে। স্পেস জিওফিজিক্স পদ্ধতিতে হীরের সন্ধানে ছত্তিশগড়ে সমীক্ষার কাজ করেছে। এতদিন ড্রোনের মাধ্যমে কৃষিকাজ, নগর পরিকল্পনা, বনসৃজন, বিপর্যয় ব্যবস্থাপনা, পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা হত। এই প্রথম ড্রোনের মাধ্যমে খনিজ সম্পদ উত্তোলনের কাজ করা হবে।

 

CG/CB/SB


(Release ID: 1807348) Visitor Counter : 214