অর্থমন্ত্রক

২০২১-২২ অর্থবর্ষে নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ১৩,৬৩,০৩৮ কোটি টাকা, যাতে ৪৮.৪ শতাংশের বেশি অগ্রগতি

Posted On: 17 MAR 2022 6:29PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ মার্চ, ২০২২
 
২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৩,৬৩,০৩৮.৩ কোটি টাকা, যা ২০২০-২১ অর্থবর্ষের কর সংগ্রহের পরিমাণ ৯,১৮,৪৩০.৫ কোটি টাকার তুলনায় ৪৮.৪১ শতাংশ বেশি। একই ভাবে ২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত মোট সংগ্রহের পরিমাণ পূর্ববর্তী ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় ৪২.৫০ শতাংশ বেশি। উল্লেখ করা যেতে পারে, ২০১৯-২০ অর্থবর্ষের আলোচ্য সময়ে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ছিল ৯,৫৬,৫৫০.৩ কোটি টাকা। 
 
২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ১৩,৬৩,০৩৮.৩ কোটি টাকার মধ্যে কর্পোরেট কর সংগ্রহের পরিমাণ ৭,১৯,৩৫ কোটি টাকা এবং ব্যক্তিগত কর সংগ্রহের পরিমাণ ৬,৪০,৫৮৮.৩ কোটি টাকা। আলোচ্য সময়ে মোট প্রত্যক্ষ কর সংগ্রহের ধার্য লক্ষ্য ছিল বাজেট হিসেব অনুযায়ী ১১.০৮ লক্ষ কোটি টাকা এবং সংশোধিত হিসেব অনুযায়ী তা বেড়ে স্থির হয় ১২.৫০ কোটি টাকা। 
 
২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত রিফান্ড মেটানোর পূর্বে মোট প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৫০,৩৬৪.২ কোটি টাকা। গত অর্থবর্ষের আলোচ্য সময়ে এই সংগ্রহের পরিমাণ ছিল ১১,৩৪,৭০৬.৩ কোটি টাকা। 
 
মোট কর সংগ্রহের পরিমাণ ১৫,৫০,৩৬৪.২ কোটি টাকা, যার মধ্যে কর্পোরেট কর সংগ্রহের পরিমাণ ৮,৩৬,৮৩৮.২ কোটি টাকা। এছাড়াও সিকিউরিটি লেনদেন কর সহ ব্যক্তিগত কর সংগ্রহের পরিমাণ ৭,১০,০৫৬.৮ কোটি টাকা। 
 
২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত ক্রমপুঞ্জিত আগাম কর সংগ্রহের পরিমাণ ৬,৬২,৮৯৬.৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষের একই সময়ে এই সংগ্রহের পরিমাণ ছিল ৪,৭০,৯৮৪.৪ কোটি টাকা, যা এবার প্রায় ৪০.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ২০২১-২২ অর্থবর্ষের ১৬ মার্চ পর্যন্ত ক্রমপুঞ্জিত আগাম কর সংগ্রহের পরিমাণ ৬,৬২,৮৯৬.৩ কোটি টাকা, যা ২০১৯-২০ অর্থবর্ষের আলোচ্য সময়ের তুলনায় ৫০.৫৬ শতাংশ বেশি। এই আগাম কর সংগ্রহের মধ্যে কর্পোরেট কর বাবদ সংগ্রহের পরিমাণ ৪,৮৪,৪৫১.৮ কোটি টাকা এবং ব্যক্তিগত কর সংগ্রহের পরিমাণ ১,৭৮,৪৪১.১ কোটি টাকা। ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া তথ্যের পর আগাম কর সংগ্রহের পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 
 
উল্লেখ করা যেতে পারে, ২০২১-২২ অর্থবর্ষে এখনও পর্যন্ত রিফান্ড হিসেবে ১,৮৭,৩২৫.৯ কোটি টাকা মেটানো হয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1807178) Visitor Counter : 164


Read this release in: Telugu , Tamil , English , Urdu , Hindi