খনিমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২১-২২-এর এপ্রিল - জানুয়ারি সময়ে খনিজ পদার্থের ক্রমপুঞ্জিত উৎপাদন ১৪.২ শতাংশ বেড়েছে

Posted On: 17 MAR 2022 11:49AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ মার্চ, ২০২২
 
২০১১-১২-কে ১০০ হিসেবে ভিত্তি করে চলতি বছরের জানুয়ারি মাসে খনি ক্ষেত্র থেকে খনিজ পদার্থের উৎপাদন সূচক দাঁড়িয়েছে ১২৪.৭, যা গত বছরের ওই একই সময়ের তুলনায় ২.৮ শতাংশ বেশি। ভারতীয় খনি ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২-এর এপ্রিল - জানুয়ারি সময়ে খনিজ পদার্থের ক্রমপুঞ্জিত উৎপাদন গতবছরের একই সময়ের তুলনায় ১৪.২ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উৎপাদন পরিমাণ ছিল - কয়লা ৭ কোটি ৯৬ লক্ষ টন, লিগনাইট ৪৬ লক্ষ টন, প্রাকৃতিক গ্যাস (ব্যবহারিক) ২৭৬৭ মিলিয়ন কিউবিক মিটার, পেট্রোলিয়াম (অশোধিত) ২৫ লক্ষ টন, বক্সাইড ২১৫৭ হাজার টন, ক্রোমাইট ৩৯৮ হাজার টন, তামা ১০ হাজার টন, সোনা ১০৭ কিলোগ্রাম, লৌহ আকরিক ২১৫ লক্ষ টন, সিসা ২৯ হাজার টন, ম্যাঙ্গানিজ ২৬৪ হাজার টন, চুনাপাথর ৩৪১ লক্ষ টন, হিরে ১ ক্যারেট প্রভৃতি। 
 
২০২২-এর জানুয়ারিতে গুরুত্বপূর্ণ যে সমস্ত খনিজ পদার্থের উৎপাদন ২০২১-এর জানুয়ারির তুলনায় বেড়েছে, তারমধ্যে রয়েছে - ম্যাঙ্গানিজ ৩৬.৬ শতাংশ, লিগনাইট ২৫.২ শতাংশ, বক্সাইড ১৩.৪ শতাংশ, সোনা ১৩.৩ শতাংশ এবং কয়লা ৮.২ শতাংশ প্রভৃতি। অবশ্য, চুনাপাথর, পেট্রোলিয়াম (অশোধিত), লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, তামা, ক্রোমাইট এবং সিসার উৎপাদন গত বছরের জানুয়ারির তুলনায় এবার হ্রাস পেয়েছে।  
 
CG/BD/AS/

(Release ID: 1807023)