খনিমন্ত্রক
নতুন দিল্লিতে ৩৬তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেস অনুষ্ঠিত হবে
Posted On:
16 MAR 2022 12:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২২
৩৬তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেস (আইজিসি) – এর মূল ভাবনা হল ‘ভূ-বিজ্ঞান : স্থিতিশীল ভবিষ্যতের জন্য মূল বিজ্ঞান’। ২০-২২শে মার্চ ভার্চ্যুয়াল মাধ্যমে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় খনি মন্ত্রক, ভূ-বিজ্ঞান মন্ত্রক, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি এবং বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সায়েন্স অ্যাকাডেমি যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করবে। আইজিসি ভূ-বিজ্ঞানের অলিম্পিক হিসাবে পরিচিত। প্রতি চার বছর অন্তর এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্বের নানা প্রান্তের ৫-৭ হাজার প্রতিনিধি এই কংগ্রেসে যোগদান করবেন।
অনুষ্ঠানে ভূ-বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদান করা হবে। এছাড়াও, খনি, খনিজ সম্পদ উত্তোলন, জলের ব্যবহার, খনিজ সম্পদ এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলির সমাধানে বিভিন্ন পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় কয়লা খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এই কংগ্রেসের উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং, শ্রী রাওসাহেব পাটিল দানভে এবং শ্রী দেবুসিং চৌহান।
সারা বিশ্ব আজ নানা বিষয়ের স্থিতিশীলতার প্রশ্নে উদ্বিগ্ন। ৩৬তম আইজিসি-তে ভূ-বিজ্ঞানের সঙ্গে স্থিতিশীল ভবিষ্যতের সম্পর্ক নিয়ে আলাপ-আলোচনা হবে। ভারত ৩৪তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেসে ৩৬তম সম্মেলন নতুনদিল্লতে আয়োজন করার আবেদন জানায়। বর্তমান কংগ্রেস ২০২০-র ২-৪ঠা মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, কোভিডের কারণে তা পিছিয়ে যায়। কংগ্রেস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। ৫৮ বছর আগে ২২তম কংগ্রেসও ভারতে অনুষ্ঠিত হয়। এশিয়া মহাদেশে সেবারই প্রথম ভূতাত্ত্বিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।
CG/CB/SB
(Release ID: 1806681)