জাহাজচলাচলমন্ত্রক
দেশে ওয়াটার-এরোড্রোম
Posted On:
15 MAR 2022 3:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২২
বর্তমানে দেশে দুটি ওয়াটার-এরোড্রোম আছে। দুটিই গুজরাটের আমেদাবাদে। একটি সর্দার সরোবর বাঁধে (স্ট্যাচু অফ ইউনিটি), অন্যটি সরবমতি নদীতে। সবরমতি নদী থেকে কেভাডিয়ার স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে ২০২০ সালের ৩১শে অক্টোবর দেশের প্রথম সি-প্লেন পরিষেবা শুরু হয়েছিল। কিন্তু কোভিড অতিমারী ও বিভিন্ন সমস্যার কারণে ১১ই এপ্রিল ২০২১ থেকে এই পরিষেবা বন্ধ হয়ে যায়।
কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক সি-প্লেন পরিষেবার উন্নয়নে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। গুজরাটে যে দুটি ওয়াটার-এরোড্রোম –এর কথা বলা হলো সেগুলি ছাড়াও গুজরাট, অসম, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে আরও ওয়াটার-এরোড্রোম গড়ে তোলার জন্য জায়গা বাছা হয়েছে।
কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই খবর জানিয়েছেন।
CG/SD/SKD/
(Release ID: 1806304)
Visitor Counter : 134