ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
দেশে তুলোর যথেষ্ট মূল্য বৃদ্ধির মধ্যেও কেভিআইসি-র প্রোডাক্ট প্রাইস অ্যাডজাস্টমেন্ট সংরক্ষিত তহবিল খাদি প্রতিষ্ঠানগুলিকে মূল্য বৃদ্ধির সমস্যা থেকে রক্ষা করেছে
Posted On:
13 MAR 2022 10:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২২
খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশন (কেভিআইসি) ২০১৮ সালে একটি বিশেষ তহবিল গঠন করে। এই তহবিলের মাধ্যমে বাজারে তুলোর দামের ওঠা-নামা সহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। কেভিআইসি-র কর্মকর্তাদের দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজ দেশের সমস্ত খাদি প্রতিষ্ঠানগুলি কাঁচা তুলোর মূল্য বৃদ্ধিজনিত সমস্যার মুখোমুখি হয়নি।
কেভিআইসি ২০১৮ সালে প্রোডাক্ট প্রাইস অ্যাডজাস্টমেন্ট (পিপিএ) অ্যাকাউন্ট তৈরি করে। সংস্থার ৫টি কেন্দ্রীয় স্লাইভার প্ল্যান্টের জন্য এই সংরক্ষিত তহবিল গড়ে তোলা হয়। এই ৫টি কারখানা তুলো কিনে সেগুলিকে স্লাইভার (কাঠের দন্ড)-এর মধ্যে পেঁচিয়ে বিভিন্ন খাদি প্রতিষ্ঠানে পাঠায়। এইসব খাদি প্রতিষ্ঠানগুলি এরপর সেখান থেকে সুতো তৈরি করে। তিন বছর আগের সেই সিদ্ধান্ত বর্তমানে বস্ত্র শিল্পের মূল্য বৃদ্ধির সমস্যা থেকে খাদি প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করছে। কেভিআইসি বিভিন্ন খাদি প্রতিষ্ঠানে স্লাইভারে মোড়ানো কাঁচা তুলো প্রতি বছরের মতো এ বছরও একই দামে সরবরাহ করছে। যদিও এ বছর কাঁচা তুলোর দাম বেশি। কিন্তু, খাদি প্রতিষ্ঠানগুলি পুরনো দামেই কেভিআইসি থেকে কাঁচামাল পাচ্ছে। কেভিআইসি কাঁচা তুলো সংগ্রহের জন্য ৪ কোটি ৬ লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। কাঁচা তুলোর দাম গাঁট প্রতি ৩৬ হাজার টাকা থেকে বেড়ে ৭৮ হাজার টাকা হয়েছে। বস্ত্র শিল্পে এর প্রভাব পড়েছে। কাপড় তৈরির বিভিন্ন সংস্থায় বর্তমানে ৩০-৩৫ শতাংশ কম পণ্য উৎপাদিত হচ্ছে। কেভিআইসি-র তিন বছর আগের নেওয়া সিদ্ধান্তের ফলে সংরক্ষিত তহবিলের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। কেভিআইসি তার ৫টি কেন্দ্রীয় স্লাইভার প্ল্যান্টের জন্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে তুলোর গাঁট সংগ্রহ করে। এই ৫টি কারখানা কুট্টুর, চিত্রদুর্গ, সেহোর, রায়বেরেলি এবং হাজিপুরে অবস্থিত। সংরক্ষিত তহবিলের মাধ্যমে খাদি প্রতিষ্ঠানগুলি তুলোর মূল্য বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সম্মুখীন হয়নি। ভারতীয় বস্ত্র শিল্পে প্রায় ৯ শতাংশ খাদির বাজার রয়েছে। খাদি প্রতিষ্ঠানগুলি বিশেষ তহবিল গঠন করার কেভিআইসি-কে ধন্যবাদ জানিয়েছে।
CG/CB/SB
(Release ID: 1805597)
Visitor Counter : 150