শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতকে শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্যের জন্য স্টার্টআপগুলিকে আহ্বান জানিয়েছেন শ্রী পীযূষ গোয়েল

Posted On: 13 MAR 2022 11:23AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৩ মার্চ, ২০২২
 
কোভিড-১৯-এর মত প্রতিটি সঙ্কটকে সুযোগে পরিণত করা যেতে পারে। শতাব্দীর সর্ব বৃহৎ এই সঙ্কটকে সুযোগে পরিণত করে বহু তরুণ তরুণী বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধানসূত্র খুঁজে বের করেছেন। ব্যাঙ্গালুরুতে ইকোনমিক টাইমস স্টার্টআপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। 
 
শ্রী গোয়েল আরও বলেন, বর্তমান ইউক্রেন - রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অনেক সুযোগ খুঁজে বের করা যেতে পারে। ইউক্রেন - রাশিয়ার মধ্যে বর্তমান সঙ্কট সকলের কাছেই সতর্কবার্তা বলেও তিনি উল্লেখ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বর্তমান সঙ্কটজনিত পরিস্থিতি অপরিশোধিত তেল ও প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে নির্ভরশীল  অর্জনের বিষয়টিকে আরও জরুরি করে তুলেছে। শ্রী গোয়েল, এই পরিস্থিতিতে শক্তি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্যের জন্য স্টার্টআপগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কয়েকটি স্টার্টআপ প্রতিরক্ষা সরঞ্জামের স্বদেশীকরণে সৃজনশীল প্রয়াস গ্রহণে উদ্যোগী হয়েছে। আট বছর আগে শুরু হওয়া মেক ইন ইন্ডিয়া কর্মসূচি বর্তমান সঙ্কটময় পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ করে আত্মনির্ভর ভারত উদ্যোগে অত্যন্ত কার্যকর হয়ে উঠতে চলেছে। ইকোনমিক টাইমসের কার্যনির্বাহী সম্পাদক শ্রী বোধিসত্ত্ব গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী গোয়েল এমন অনেক সমস্যার কথা উল্লেখ করেন, যেখানে স্টার্টআপগুলি সমাধানসূত্র দিতে পারে। 
 
শ্রী গোয়েল স্টার্টআপগুলিকে আশ্বস্ত করে বলেন, সরকার তাদের চাহিদার কথা শুনছে এবং তাদের জন্য সরকারের দরজা দিবা-রাত্রী ২৪ ঘন্টা খোলা রয়েছে। 
 
বেঙ্গালুরু শহরে যানজটের কথা উল্লেখ করে শ্রী গোয়েল স্টার্টআপগুলিকে সহজ সমাধানসূত্র খুঁজে বের করার আহ্বান জানান। 
 
স্টার্টআপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে গত সন্ধ্যায় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এক সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, সরকারের সেমিকন্ডাক্টর নীতি স্টার্টআপগুলিকে সাহায্য করছে। উল্লেখ করা যেতে পারে, ৯টি বিভাগে ইকোনমিক টাইমস স্টার্টআপ পুরস্কার প্রদান করা হয়। এরমধ্যে রয়েছে, স্টার্টআপ অফ দ্য এয়ার, উইমেন অ্যাহেড, কামব্যাক কিড, টপ ইনোভেটর, কোভিড লেড বিজনেস টান্সফর্মেশন প্রভৃতি। 
 
CG/BD/AS/

(Release ID: 1805596) Visitor Counter : 211