শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

ইপিএফ-এর কেন্দ্রীয় ট্রাস্টি পর্ষদ ২০২১-২২ সালে তার গ্রাহকদের জন্য ৮.১০% সুদের হারের সুপারিশ করেছে

Posted On: 12 MAR 2022 4:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২২
 
আজাদি কা অমৃত মহোৎসব আইকনিক সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে আজ গুয়াহাটিতে ইপিএফ-এর কেন্দ্রীয় ট্রাস্টি পর্ষদের ২৩০ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরোহিত্য করেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, কেন্দ্রীয় পিএফ কমিশনার সহ অন্য ব্যক্তিরা। 
 
কেন্দ্রীয় পর্ষদ ২০২১-২২ অর্থ বর্ষে তাদের সদস্যদের অ্যাকাউন্টে ইপিএফ সঞ্চয়ের উপর ৮.১০% বার্ষিক সুদের হার জমা দেওয়ার সুপারিশ করেছে। ইপিএফও বিনিয়োগকারীদের প্রতি রক্ষণশীল দৃ্ষ্টিভঙ্গি অনুসরণ করে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ন্যূনতম ঋণ ঝুঁকি সহ বিভিন্ন অর্থনৈতিক বৃত্তাকারের মাধ্যমে তার গ্রাহকদের উচ্চহারে সুদ দিয়েছে। 
 
CG/SS/SKD/


(Release ID: 1805509) Visitor Counter : 165