আয়ুষ

যোগ মহোৎসবের মাধ্যমে অষ্টম আন্তর্জাতিক যোগা দিবসের কাউন্টডাউন শুরু হবে

Posted On: 12 MAR 2022 1:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২২
 
আয়ুষ মন্ত্রকের আওতাধীন মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা আগামীকাল যোগা মহোৎসব ২০২২-এর আয়োজন করেছে। কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল এই অনুষ্ঠানের সূচনা করবেন। ২০২২ সালের আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউনের ১০০ দিন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের সূচনা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ ও বনমন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর লাল খট্টর, সিকিমের মুখ্যমন্ত্রী, বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি সহ অন্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল – যোগের বিভিন্ন দিক এবং এর উপযোগিতার বিষয়ে প্রচার চালানো। পাশাপাশি এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের ১০০ দিনের কাউন্টডাউনে স্বাস্থ্য, সুস্থতা এবং বিশ্ব শান্তির জন্য প্রচার চালানো হবে। আয়ুষ মন্ত্রক মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগার মাধ্যমে আগামী ১৩ই মার্চ থেকে ২১শে জুন পর্যন্ত ১০০ দিন এই প্রচারাভিযান চালাবে। 
 
অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এবছর যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আয়ুষ মন্ত্রকের আওতাধীন মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবেস উদযাপন করে আসছে। এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি সংবেদনশীল করে তুলতে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। আয়ুষ মন্ত্রক, দেশে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নোডাল মন্ত্রক হিসেবে দায়িত্বপালন করে থাকে। উল্লেখ্য, যোগ প্রশিক্ষক, নীতি-নির্ধারক সহ প্রায় দেড় হাজার ব্যক্তি এই যোগ মহোৎসব ২০২২-এ অংশগ্রহণ করবেন।
 
CG/SS/SKD/


(Release ID: 1805447) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu