পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
শ্রী হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের স্বচ্ছতা পাখওয়াড়া পুরস্কার প্রদান ও ২০২০-২১ সালের ‘ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিসংখ্যান’ প্রকাশ করেছেন
Posted On:
11 MAR 2022 3:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২২
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ মন্ত্রকের স্বচ্ছতা পাখওয়াড়া পুরস্কার প্রদান করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ২০২০-২১ অর্থবর্ষের ‘ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিসংখ্যান’ সংক্রান্ত প্রকাশনাটির উদ্বোধন করেছেন। এই প্রকাশনায় ভারতের তেল ও গ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এখানে তেল ও গ্যাস উত্তোলন, সেগুলি পরিশোধন, পরিবহণ, বাজারজাতকরণ, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
শ্রী পুরী স্বচ্ছতা পাখওয়াড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছতা আজ কোনও একটি প্রকল্প নয়, যা কোনও নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন করে তোলা হয়। তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলে আজ তাঁদের কর্মক্ষেত্রকে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রেখেছেন। মন্ত্রী, জাতীয় অর্থনীতিতে সংশ্লিষ্ট ক্ষেত্রের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করা প্রয়োজন এবং এই তথ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে, গবেষণা ও বিশ্লেষণের ক্ষেত্রে ওইসব তথ্য সহায়ক হবে।
২০২১-এর ১ থেকে ১৫ই জুলাই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সমস্ত দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলি ‘স্বচ্ছতা পক্ষ’-এর আয়োজন করেছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মী-আধিকারিকরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উদ্যোগে সামিল হন। ‘স্বচ্ছ ভারত অভিযান’কে সফল করে তুলতে এবং ভারতকে পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব হিসেবে দেশ হিসেবে গড়ে তুলতে তাঁদের এই অংশগ্রহণ। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রথম, ওএনজিসি দ্বিতীয় এবং এইচপিসিএল তৃতীয় হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এই উদ্যোগের ফলে ২ লক্ষের বেশি পরিচ্ছন্নতা সংক্রান্ত কিট, ৩ লক্ষ মাস্ক এবং ১ লক্ষ ১০ হাজার পরিবেশ-বান্ধব ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়াও, ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা রোপন এবং ৭ হাজার ডাস্টবিন বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। ‘স্বচ্ছতা পক্ষ’-এর সময় ৪০টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়াও, অনলাইনে প্রায় ৪ হাজার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাগুলিতে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
CG/CB/DM/
(Release ID: 1805247)
Visitor Counter : 244