তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আকাশবাণীতে ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের সরাসরি সম্প্রচার

Posted On: 08 MAR 2022 12:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২২
 
আজ আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। এই মুহূর্তে আমাদের মহিলা ক্রিকেট দল ২০২২ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে চলেছে। এই দল ইতিমধ্যেই পাকিস্তানকে পরাজিত করেছে। আমাদের মহিলা ক্রিকেট দলের অভিযানের কথা প্রসার ভারতী সারা মাস ধরে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আকাশবাণী, খেলাগুলির বেতার ধারাভাষ্য সম্প্রচার করছে।
 
আকাশবাণীর সবকটি চ্যানেল, এফএম রেনবো নেটওয়ার্ক, ডিআরএম এবং ডিটিএইচ চ্যানেলে এই ধারাবিবরণী সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে স্টুডিও থেকে বিশেষজ্ঞদের বিশ্লেষণ হিন্দি ও ইংরাজি ভাষায় সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর শ্রোতাদের মতামতও খেলার শুরুতে, মধ্যাহ্ন ভোজনের বিরতিতে এবং খেলার শেষে সম্প্রচারিত হচ্ছে। https://www.youtube.com/c/PrasarBharatiSports - ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানগুলি দেখা যাবে। আকাশবাণীর বিভিন্ন কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষায় প্রতি ঘণ্টায় খেলা চলাকালীন সর্বশেষ তথ্য জানানো হচ্ছে। এই ট্যুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানতে আকাশবাণীর ক্রীড়া বিভাগের ট্যুইটার হ্যান্ডেল @akashvanisports ও দূরদর্শনের ট্যুইটার হ্যান্ডেল @ddsportschannel - এ লগইন করুন।   
 
 
CG/CB/SB

(Release ID: 1804162) Visitor Counter : 188