নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

২ এপ্রিল ২০২২ থেকে ০৯ এপ্রিল ২০২২ পর্যন্ত অবসর নেওয়ার সদস্যদের আসন পূরণের জন্য কাউন্সিল অফ স্টেটের দ্বিবার্ষিক নির্বাচন

Posted On: 07 MAR 2022 4:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মার্চ, ২০২২

 

দেশের ৬ টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার ১৩ জন সদস্যের কার্যকালের মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হচ্ছে।

এই রাজ্যগুলি এবং তার সদস্যদের নাম হচ্ছে-

১) আসাম। আসন সংখ্যা-২

সদস্যরা হলেন- রানী নারাহ ও রিপুন বোরা। এদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল, ২০২২।

২) হিমাচল প্রদেশ। আসন সংখ্যা-১। সদস্যের নাম- আনন্দ শর্মা। কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে- ২ এপ্রিল, ২০২২।

৩) কেরালা। আসন সংখ্যা-৩। সদস্যদের নাম- একে এন্টনি, এম ভি শ্রেয়ামস কুমার এবং সোমাপ্রসাদ কে। এদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে- ২ এপ্রিল, ২০২২।

৪) নাগাল্যান্ড। আসন সংখ্যা-১। সদস্যের নাম- কে জি কেনে। কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে- ২ এপ্রিল, ২০২২।

৫) ত্রিপুরা। আসন সংখ্যা-১। সদস্যের নাম- স্মৃতি ঝর্ণা দাস (বৈদ্য)। কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে- ২ এপ্রিল, ২০২২।

৬) পাঞ্জাব। আসন সংখ্যা-৩ ও ২ মোট-৫। সদস্যদের নাম- সুখদেব সিং, প্রতাপ সিং বাজওয়া এবং সোয়াত মালিক, নরেশ গুজরাল ও শামসের সিং দুলো কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে- ৯ এপ্রিল, ২০২২।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৪ মার্চ, ২০২২।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন- ২১ মার্চ, ২০২২।

মনোনয়নপত্র গুলি পরীক্ষা করা হবে- ২২ মার্চ,২০২২।

প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন- ২৪ মার্চ, ২০২২।

নির্বাচনের দিন- ৩১ মার্চ, ২০২২।

নির্বাচনের সময়- সকাল ন'টা থেকে বিকেল চারটে।

গণনার দিন- ৩১ মার্চ, ২০২২, বিকেল-৫ টা।

নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ২ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

এসংক্রান্ত সম্পূর্ণ তথ্য জানা যাবে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে।

 

CG/ SB


(Release ID: 1803987)