গ্রামোন্নয়নমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে ‘নয়ী ভারত কি নারী’ ভাবনায় গ্রামোন্নয়ন দপ্তর সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে
Posted On:
07 MAR 2022 1:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০২২
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত গ্রামোন্নয়ন দপ্তর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭-১৩ই মার্চ সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি পালন করবে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে এই কর্মসূচি পালন করা হবে। গ্রামোন্নয়ন দপ্তর বিশেষ এই সপ্তাহের বিষয় নির্বাচন করেছে ‘নয়ী ভারত কি নারী’ – নতুন ভারতের নারী। এর অফিসিয়াল হ্যাশট্যাগ হল - #NayeBharatkiNaari
এই সময়কালে গ্রামোন্নয়ন দপ্তর জাতীয় ও রাজ্যস্তরে বিভিন্ন কর্মসূচি উদযাপন করবে। বিশেষ এই সপ্তাহে প্রতিটি দিন একটি নির্দিষ্ট বিষয়ের উপর অনুষ্ঠানের আয়োজন করা হবে। গ্রামাঞ্চলের মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ, মহিলাদের সামাজিক বাধানিষেধ অতিক্রম করে বেরিয়ে আসার সফল কাহিনী, গ্রামাঞ্চলের মহিলাদের অতুলনীয় কিছু উদ্যোগ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের অন্য কোনও মন্ত্রক বা রাজ্যের সঙ্গে যৌথভাবে বিশেষ কর্মসূচির কথা সপ্তাহব্যাপী আলোচিত হবে।
বিশেষ এই সপ্তাহে রুরাল সেলফ্ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইন্সটিটিউটগুলি মহিলাদের প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবে। এছাড়া, অন্য যেসব উদ্যোগগুলি নেওয়া হবে, সেগুলি হলঃ –
১ লক্ষ টাকার বেশি আয় করেছে, এমন ৭৫টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠীকে প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সংবর্ধনা দেবে;
প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণের আওতায় থাকা ৭৫ জন মহিলা সুবিধাভোগীর গৃহ প্রবেশের ব্যবস্থা করবে;
বিভিন্ন রাজ্যের ৭৫টি জেলায় ডিএওয়াই – এনআরএলএম প্রকল্পে মহিলা পরিচালিত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা স্বচ্ছতা অভিযানে অংশ নেবেন।
প্রতিটি রাজ্যে স্বচ্ছ ভারত মিশন – গ্রামীণের আওতায় পিএমএওয়াই – জি প্রকল্পের সুবিধাভোগী গ্রামাঞ্চলের ৭৫০ জন মহিলাকে শৌচাগার নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই কর্মসূচিগুলিকে জনভাগিদারী ভাবনায় বাস্তবায়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে গ্রামস্তরে সকলে এই উদ্যোগগুলির সঙ্গে যুক্ত হবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্য ও জাতীয় স্তরে এই বিষয়ে যে কর্মসূচি পালন করবে, সেটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803538
CG/CB/SB
(Release ID: 1803674)
Visitor Counter : 215